Myanmar: ৩৭ শহরে মার্শাল ল জারি, মিয়ানমারের

Published By: Khabar India Online | Published On:

সাগাইন ও মগওয়ে অঞ্চলসহ মিয়ানমারের ৩৭টি শহরে সামরিক আইন জারি করেছে জান্তা সরকার। মিয়ানমারে নতুন করে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা দেয়ার মাত্র একদিন পরই ৩৭টি শহরে মার্শাল ল জারির ঘোষণা করা হয়।

জান্তা সরকারের জারি করা এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ৩৭টি শহর এখন থেকে সরাসরি স্থানীয় কামান্ডারের হুকুমে পরিচালিত হবে। ৩৭টি শহরের মধ্যে সাগাইনের ১১টি, মগওয়ে ও অঞ্চলের ৫টি করে মোট ১০টি শহর। তানিনথারির ২টি শহর। চিন রাজ্যের ৭টি শহর, কায়াহ রাজ্যের ৪টি, কারেনের ২টি ও মন রাজ্যের একটি শহর রয়েছে মার্শাল ল জারি করা শহরগুলো।

আরও পড়ুন -  কামারহাটি রথতলায় প্রার্থী অসন্তোষ নিয়ে কর্মীসভা, মদন মিত্রের কর্মীসভা থেকে নাম না করে সাংসদ সৌগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে জান্তাবাহিনী স্থাপিত আদালত এসব এলাকার যেকোনো গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ চালাতে পারবে। জান্তাবাহিনী সতর্ক করে বলেছে, প্রয়োজনে আদালত মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের মতো দণ্ড দিতেও দ্বিধা করবে না। এসব মামলার ক্ষেত্রে কোনো আপিলের সুযোগ থাকবে না। কিন্তু কাউকে মৃত্যুদণ্ড দেয়া হলে সে আপিল করতে পারবে, সেই আপিল এককভাবে বিবেচনা করবেন জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং।

আরও পড়ুন -  Local Train: জেনে নিন হাওড়া ডিভিশনে ট্রেনের নতুন সময়সূচি, ৮ দিনের বিরাট বদল

স্থানীয় গণমাধ্যম ইরাবতী জানায়, প্রায় সাড়ে ৩শ’ শহরের মধ্যে ৬০টিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দিয়েছে, মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স এন্ড সিকিউরিটি কাউন্সিল।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি তারিখে সামরিক অভ্যুত্থানে অং সান সু চি’র সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী।

আরও পড়ুন -  বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী, অন্তত ৫৩ জন নিহত হয়েছেন

ছবিঃ সংগৃহীত