36 C
Kolkata
Wednesday, May 15, 2024

IND Vs NZ: বিশ্ব রেকর্ড ভারতের, তৃতীয় টি-টোয়েন্টিতে, বোলারদের তোলপাড়

তালিকার শীর্ষে ছিলেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিপক্ষে ১২২ রানের অপরাজিত

Must Read

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে একাধিক রেকর্ডসহ ম্যাচ জিতেছে ভারত গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে ম্যাচ জয়ের সাথে ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড তৈরি হয়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেন ভারতীয় ক্রিকেটারদের রমরমা ছাড়া আর কিছুই চোখে পড়েনি ক্রিকেট প্রেমীদের।

প্রথমে ব্যাট হাতে ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বংসী ইনিংস এরপর বল হাতে বোলারদের ধ্বংসাত্মক পারফরমেন্স। নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

আরও পড়ুন -  ‘কালা পাত্থার’ ৪২ বছরের স্মৃতিচারণায় অমিতাভ বললেন, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা

শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত ঈশান কিষাণের উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে। শুভমান গিল ও রাহুল ত্রিপাঠির ঝড়ো ইনিংসে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ডের অপ্রতিরোধ্য বোলিং লাইন-আপ। ভারত নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রানের বিশাল লক্ষ্য মাত্রা অর্জন করতে সক্ষম হয়। সর্বোচ্চ ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন শুভমান গিল।

আরও পড়ুন -  Student: জঙ্গল পথে কম্পিউটার ক্লাস করতে যাওয়ার সময়, ছাত্রীকে মারধোরের অভিযোগ !

জানিয়ে রাখি, ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটাই কোন ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বাধিক স্কোর।

আফগানিস্তানের বিপক্ষে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে এই তালিকার শীর্ষে ছিলেন বিরাট কোহলি। এদিকে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের দেওয়া ২৩৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একরকম তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড।

আরও পড়ুন -  Virat Kohli: মার্কশিটের ছবি ফাঁস! কোহলির দশম শ্রেণীর, বেঁচেছেন অংকে অল্পের জন্য

মাত্র ৬৬ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ফলশ্রুতিতে ১৬৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ১৬৮ রানে নিউজিল্যান্ডকে পরাজিত করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রানের ব্যবধানে জয়ের মুকুট পেলেন টিম ইন্ডিয়া।

Latest News

Monami Ghosh: ব্যাকলেস লেহেঙ্গা চোলিতে আবার আকর্ষণ করলেন মনামী, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে

Monami Ghosh: ব্যাকলেস লেহেঙ্গা চোলিতে আবার আকর্ষণ করলেন মনামী, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে।  মনামী একজন উজ্জ্বল নক্ষত্র বাংলার অভিনয় দুনিয়ায়। তার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img