Florida: আবারও বন্দুকহামলা ফ্লোরিডায়, আহত ১০

Published By: Khabar India Online | Published On:

সোমবার বন্দুকহামলার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে লেকল্যান্ড পুলিশ।

লেকল্যান্ড পুলিশ বিভাগের প্রধান স্যাম টেলর জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৩ টা ৪৩ মিনিটে আইওয়া এভিনিউ নর্থ ও প্লাম স্ট্রিটের কাছে একটি স্থানে গোলাগুলির খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে, চারজন বন্দুকধারী একটি গাঢ়-নীল গাড়ি থেকে রাস্তার দুইদিকে গুলি করে।

আরও পড়ুন -  ‘টুইটার ফ্লিটস’

টেলরকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, লেকল্যান্ড পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি। গাড়িটি দ্রুত গতিতে চলে যায়, পুলিশ এখন সেই গাড়িটিকে খুঁজছে।

আরও পড়ুন -  Elon Musk: এলন মাস্ক ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন, টেসলার

টেলরের মতে, আহতদের সবাই পুরুষ ও তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

টেলর বলেন, পুলিশ ঘটনাস্থলে উল্লেখযোগ্য ‘পরিমাণ’ গাঁজা পেয়েছে। তাদের ধারণা গোলাগুলির সময়ে ঘটনাস্থলে মাদক বিক্রি বা গাঁজা বিক্রি হচ্ছিল।

আরও পড়ুন -  ‘নজরুল ও বঙ্গবন্ধু’

টেলর আরও বলেন, এই বিভাগে তার ৩৪ বছরের কর্মজীবনে তিনি কখনও এমন একটি মামলায় কাজ করেননি একসঙ্গে এত মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।