Suryakumar Yadav: সোশ্যাল মিডিয়ায় জল্পনা, সূর্য কুমার যাদব, বাড়ি পৌছালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

Published By: Khabar India Online | Published On:

ক্রিকেটার তথা টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা ব্যাটসম্যান সূর্য কুমার যাদব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে বৈঠক করেছেন। যোগী আদিত্যনাথ নিজের টুইটার পেজে সেই ছবি শেয়ার করেছেন।

 সূর্য কুমার যাদবের বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে গতকাল (৩০ জানুয়ারি) সরকারি বাসভবনে যোগী আদিত্যনাথের সাথে বৈঠক করেন সূর্য কুমার যাদব।

আরও পড়ুন -  হালিশহর পৌরসভার লোকসংস্কৃতি ভবনে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের কর্মীসভা

সূত্রের খবর, সোমবার লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে পৌঁছে যান সূর্য কুমার যাদব।  বেশ কিছু সময় ধরে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ভারতীয় এই ক্রিকেটার। নিজেই টুইট পেজে শেয়ার করেছেন যোগী আদিত্যনাথ। তিনি লিখেছেন,’লখনউয়ের সরকারি বাসভবনে তরুণ এবং উদ্যমী ক্রিকেটার সূর্য কুমার যাদবের সাথে।’

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে সূর্য কুমার যাদবের পৌছানো নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হঠাৎ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন সে বিষয়ে প্রশ্নের অন্ত নেই নেটপ্রেমীদের মধ্যে।

আরও পড়ুন -  County Championship 2023: ভারতীয় ক্রিকেটে আনন্দের আনন্দ, প্রথম ম্যাচেই সেঞ্চুরি চেতেশ্বর পূজারার ব্যাটে, কাউন্টিতে

জানিয়ে রাখি, ইতিপূর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট গ্রাউন্ডে দুই দলকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। মাঠে নেমে তিনি নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার এবং হার্দিক পান্ডিয়ার সাথে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন -  IND vs AUS World Cup Final 2023: ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করতে পারে অস্ট্রেলিয়ার এই ৫ ক্রিকেটার