প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফরকে ঘিরে

Published By: Khabar India Online | Published On:

খায়রুল আনাম, বোলপুরঃ   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এই সফরে এসে তিনি থাকবেন বল্লভপুরের আমার কুটিরে রাঙাবিতান সরকারি অতিথি নিবাসে। এখান থেকেই তিনি মঙ্গলবার ৩১ জানুয়ারি আকাশপথে যাবেন মালদহে জেলা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। সেখান থেকে তিনি পুনরায় রাঙাবিতানে ফিরে এসে রাত্রিবাস করবেন। বুধবার ১ ফেব্রুয়ারি বোলপুর ডাকবাংলো মাঠে যোগ দিবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে।

আরও পড়ুন -  স্বামীর হাত ধরে মুম্বাইয়ে ফিরলেন রাঙা নতুন বউ ক্যাট

এদিনও তাঁর রাঙাবিতানে রাত্রিবাস করার কথা রয়েছে। পরদিন তিনি এখান থেকেই বর্ধমান জেলার অনুষ্ঠানে যাবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের জন্য বোলপুর ডাকবাংলো মাঠে মঞ্চের কাজ চলছে জোর কদমে। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী অন্যান্য আধিকারিকদের নিয়ে ডাকবাংলো মাঠ পরিদর্শন করেছেন।

আরও পড়ুন -  প্রকাশ্যেই করলেন কেলেঙ্কারি, পবন সিং এবং নিধি ঝা, ভিডিও ভাইরাল ঝড়ের গতিতে