ভারতে বসতে চলেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর। এক দিনের বিশ্বকাপকে উদ্দেশ্য করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে বিশ্বের সমস্ত দল। আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপ জয়ের দিকে অনেকটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
জানিয়ে রাখি, এ পর্যন্ত ভারতের হাতে দুই বার ওডিআই বিশ্বকাপ শিরোপা উঠেছে। আসন্ন বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় কারণে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার উদ্দেশ্যে কড়া পরামর্শ দিয়েছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ’আসন্ন বিশ্বকাপের জন্য ভারত কখনোই দুর্বল দল হতে পারে না। প্রতিভার কোন অভাব নেই দলটির। অনেক প্রতিভাবান ক্রিকেটার সুযোগ পান না। আমি চাই অন্তত আসন্ন বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা একসঙ্গে থাকুক।’
সৌরভ গাঙ্গুলী বলেন, ’বিশ্বকাপের আসর ভারতের মাটিতে বসতে চলেছে। কোন চাপ ছাড়াই খেলতে হবে ভারতীয় ক্রিকেটারদের। ট্রফি আসুক বা না আসুক সেদিকে দৃষ্টি দিয়ে সময় নষ্ট করা যাবে না। দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার মত তারকা ক্রিকেটার রয়েছে।
দলে এত জন বিশ্ব সেরা ক্রিকেটার রয়েছে, সেই দল কখনো দুর্বল হতে পারে না। প্রয়োজন শুধু সুনির্দিষ্ট পরিকল্পনা ও তার বাস্তবায়ন।’
জানিয়ে রাখি, বিগত ১০ বছরে ভারতীয় দল আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টের শিরোপা অর্জন করতে পারেনি। ২০১৩ সালে শেষবারের মতো মহেন্দ্র সিং ধোনির হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করেছিল টিম ইন্ডিয়া।