West Bengal Weather Report: আবহাওয়ার পরিবর্তন ২৪ ঘন্টায়, হাওয়া অফিস শীত নিয়ে আপডেট দিল

Published By: Khabar India Online | Published On:

অন্যান্য বছরের মত ঠান্ডায় কাঁপতে হয়নি সরস্বতী পুজোর দিনে। বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহের শেষ দিকে ফের দেখা মিলবে শীতের। কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির কাছাকাছি নামতে পারে।

জেলায় জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রীর নিচেও যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই শীতের স্পেল থাকবে তিন চার দিনের জন্য।

আরও পড়ুন -  সতর্কতা হাওয়া অফিসের, ধেয়ে আসছে তোলপাড় করা বৃষ্টি, বাংলায়

আগামীকাল রবিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য কমবে। সোমবার তাপমাত্রা এক ধাক্কায় দু-তিন ডিগ্রি নেমে যেতে পারে। ১ ফেব্রুয়ারি সামান্য তাপমাত্রা বাড়বে। তারপর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শীতের বিদায় ঘন্টা এখনও বাজেনি।

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে তিন চার দিনের শীতের আমেজ উপভোগ করতে পারবেন। চলতি বছরের জানুয়ারি মাসকে বলা হয়েছে উষ্ণতম জানুয়ারি শেষ পাঁচ বছরের মধ্যে। কারন একের পর এক পশ্চিমী ঝঞ্জায় আটকে গেছে উত্তরে হাওয়া। উত্তর বঙ্গোপসাগর উচ্চচাপ বলয় থেকে আসছে গরম জলীয় বাতাস। এই জানুয়ারিতে শীতের আমেজের বদলে ঘাম ঝরছে বঙ্গবাসীর।

আরও পড়ুন -  Weather Alert: বাংলায় বিশাল ঘূর্ণাবর্ত, ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া, অ্যালার্ট জারি হল

আজ শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে, দিনের বেলা শীতের আমেজ উধাও হয়ে যাবে।  বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রী সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।

আরও পড়ুন -  Web Series: একান্ত সম্পর্কের গল্প নিয়ে সাহসী ওয়েব সিরিজ, বাচ্চাদের সামনে দেখা যাবে না