30 C
Kolkata
Sunday, May 5, 2024

বড় ধরনের সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ, সরস্বতী পুজোর দিনেই

Must Read

খায়রুল আনাম, বোলপুরঃ   সরস্বতী পুজোর দিনেই মাদক পাচারচক্রকে নিজেদের কব্জায় নিয়ে বড় ধরনের সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশ জানতে পারে যে, একটি আন্তঃরাজ্য মাদক পাচারচক্র মালদহ, মুর্শিদাবাদ হয়ে বীরভূমের উপর দিয়ে গাড়ি ভর্তি করে মাদক পাচার করছে। মনিপুরের ডিমাপুর থেকে এই মাদক বীরভূমের উপর দিয়ে দুর্গাপুর হয়ে বিহার, ঝাড়খণ্ডে পাচার করা হবে।

আরও পড়ুন -  উদ্বোধন করা হলো একটি শৌচালয়ের

সিউড়ীতে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, এরপরই কয়েকটি থানার পুলিশ বাহিনীকে নিয়ে একটি দল তৈরী করে ময়ূরেশ্বরের চার মাথা মোড়ে একটি চার চাকা গাড়ি আটক করে তা থেকে ৬১৫ কেজি গাঁজা আটক করা হয়েছে। প্রতি কেজি গাঁজা ১২ হাজার টাকা মূল্যে বিক্রি হয়ে থাকে। ওই গাড়ি থেকে পাঞ্জাবের চন্দন সিং, দীপ সিং, গুরবিন্দর সিং ও তাজিমুল ইসলাম নামে জেলার এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই ব্যক্তিই স্থানীয়ভাবে মাদক ভর্তি গাড়ি চলাচলে সাহায্য করে থাকে।

আরও পড়ুন -  প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফরকে ঘিরে

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img