MS Dhoni: ধোনি ক্রিকেট ছেড়ে ফিল্ম জগতে, পোস্টার প্রকাশ করলেন সিনেমার

Published By: Khabar India Online | Published On:

প্রাক্তন ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফের সংবাদ শিরোনামে জায়গা পেয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় নিজের চতুর নেতৃত্বের মাধ্যমে মন কেড়েছেন কোটি কোটি ক্রিকেট ভক্তের।

 ভারতের সংগ্রহে দিয়ে গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ সহ চ্যাম্পিয়ন্স ট্রফির মত শিরোপা। তবে ১৫ আগস্ট ২০২০ সালে ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন ভারতের সর্বকালের সেরা এই অধিনায়ক।

আরও পড়ুন -  ​পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা ? তদন্ত শুরু হয়েছে

 ভারতীয় প্রিমিয়ার লিগে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। আসন্ন আইপিএলের মেগা আসরকে লক্ষ্য রেখে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন মাহি। উল্লেখ্য, ২০২২ আইপিএলে তার নেতৃত্বে রীতিমতো হতাশা জনক পারফরম্যান্স করেছিল চেন্নাই। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন আইপিএলের আসর হতে পারে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

 ক্রিকেট ছেড়ে মহেন্দ্র সিং ধোনি কোন কাজে নিযুক্ত হবেন তার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং। ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর সিনেমা জগতে পদার্পণ করতে চলেছেন।

আরও পড়ুন -  Gautam Gambhir: শেওয়াগ-কপিল-গাভাস্করকে এক হাত নিলেন গম্ভীর, ‘রোজগার নেই বলে পান মসলার বিজ্ঞাপন করতে হবে’!

সূত্রের খবর, মহেন্দ্র সিং ধোনির প্রোডাকশন হাউস ধোনি এন্টারটেইনমেন্ট প্রথমে একটি তামিল ছবি তৈরি করেছে, এর নাম ‘লেটস গেট ম্যারিড’। ধোনি এন্টারটেইনমেন্টের টুইটার অ্যাকাউন্ট থেকে এই সিনেমার মোশন পোস্টও প্রকাশিত হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে নাদিয়া, হরিশ কল্যাণ ও অভিনেত্রী ইভানাকে। জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করছেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি।

আরও পড়ুন -  Imran Khan: নির্বাচনের দিনতারিখ ঘোষণা করতে হবে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান