খায়রুল আনাম, খবরইন্ডিয়াঅনলাইন, বীরভূমঃ কী শাড়ি পরেছো আজ ? পাঞ্জাবির বুক পকেটে নেই ঝর্ণা কলম। বেজে চলেছে শুধু মোবাইলের রিং টোন। চোখে চোখে হারায় না কেউ। জানালার শিক ধরে দাঁড়িয়ে নেই সেই সলজ্জ কিশোরী। সোজা মোটরবাইকের পিছনের আসনে বসে হাত রেখেছে কাঁধের উপরে। এতটা আপন বোধহয় এতকাল হয়নি কেউ। তোমার জন্য এখন আর তুলে আনতে হয়নি টোপা কুল। চেখে দেখোনি শরবতি আলু। খিঁচুড়ির পাতে একটু কী বেগুন ভাজা ছিলো ? আর কতোটা পথ এমনি করে হাঁটা। বুকের মধ্যিখানে নেই কোনও ধুকপুকানি। বেয়ারা হয়নি জীবন। আজকের দিনে কাছে কোনওভাবেই কী লাগে ভেলেন্টাইনস- ডে