Saraswati Puja: সরস্বতী পূজার প্রাক্কালে, জমে উঠেছে শহর শিলিগুড়ি

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   সরস্বতী পূজার প্রাক্কালে জমে উঠেছে শহর শিলিগুড়ি।

সরস্বতী পূজার প্রাক্কালে জমে উঠেছে শহর শিলিগুড়ি। বিধান মার্কেট, সহ আরো বিভিন্ন এলাকায় প্রতিবছরের মতো এ বছরও সরস্বতী প্রতিমা বিক্রি হচ্ছে।

আরও পড়ুন -  দেশের জন্য কাজ করবোঃ গোতাবায়া রাজাপাকসে

গত দুই বছর করোনা আবহাওয়ার কারণে সরস্বতী পূজোর আনন্দে ভাটা পড়েছিল। এই বছর পরিস্থিতি স্বাভাবিক, তাই মায়ের আরাধনা করতে উৎসুক হয়ে আছে আপামর জনসাধারণ। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় দেবীর আরাধনা করবার জন্য প্রস্তুতি চলছে। প্রতিমা বিক্রেতারা জানাচ্ছেন আসল বিক্রির সময় হল সন্ধ্যেবেলা, সন্ধ্যে ৭ টার পরে বিক্রি বাড়বে আশা করছেন তারা। দুপুর গড়িয়ে বিকেলেও কিন্তু দেখা যাচ্ছে দু-একজন ক্রেতাকে প্রতিমা কিনতে।

আরও পড়ুন -  ইলেকট্রিক সাবস্টেশনের ধারে ধসের ঘটনায় চাঞ্চল্য