Mohammed Shami: আদালত হাসিন জাহানের পক্ষে রায় দিল, মোহাম্মদ সামি বিশাল ধাক্কা পেলেন

Published By: Khabar India Online | Published On:

জোরে বোলার মোহাম্মদ সামি ভারতের অভিজ্ঞ। আসন্ন ওডিআই বিশ্বকাপের আগেই বড়সড়ো একটি ধাক্কা পেলেন। বিগত পাঁচ বছর ধরে কলকাতার একটি ন্যায়ালয়ে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ডিভোর্সের মামলার পাশাপাশি ভরণপোষণের মামলা চলছিল।

সেই মামলার রায় বেরোতেই চক্ষু চড়কগাছ ভারতীয় ক্রিকেটারের। কলকাতার একটি নিম্ন আদালত হাসিন জাহানের পক্ষে রায় দিয়েছে।

অবাক হবেন, কলকাতার নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী হাসিন জাহানের ভরণপোষণের জন্য প্রতিমাসে ১ লাখ ৩০ হাজার টাকা দিতে হবে মোহাম্মদ সামিকে। যার মধ্যে ৫০ হাজার টাকা থাকবে তার ব্যক্তিগত খরচের জন্য, বাকি ৮০ হাজার টাকা খরচ করবেন মেয়ের ভরণপোষণের।

আরও পড়ুন -  Team India: এই বিধ্বংসী ক্রিকেটার জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা কম, বিদায় জানাতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটকে

জানিয়ে রাখি, ২০১৮ সালে মোহাম্মদ সামির না হাসিন জাহান আদালতের কাছে একটি মামলা দায়ের করেছিলেন। তিনি প্রতি মাসে নিজের ভরণপোষণের জন্য ১০ লাখ টাকা দাবি করেছিলেন।

আরও পড়ুন -  WTC Final 2023: দ্বিতীয়বার ফাইনালে উঠেও অধরা রইল ট্রফি! যন্ত্রণা নিয়ে প্রত্যাবর্তন বিরাট-রোহিতের

যার মধ্যে ৭ লক্ষ টাকা ছিল তার নিজের খরচ, বাকি ৩ লক্ষ টাকা ছিল তার মেয়ের ভরণপোষণের খরচ। হাসিনের আইনজীবী মৃগাঙ্কা মিস্ত্রি আদালতকে জানিয়েছিলেন, ভারতীয় পেসারের আর্থিক বছরের আয়কর অনুসারে বার্ষিক আয় ছিল ৭ কোটি টাকার বেশি। সেই কারণে এই পরিমাণ টাকা দাবি করা কোন রকম অযৌক্তিক নয় বলে মনে করেন।

মোহাম্মদ সামির আইনজীবী সেলিম রহমান আদালতের কাছে দাবি করেন যে, হাসিন জাহান নিজে যেহেতু পেশাদার ফ্যাশন মডেল হিসাবে কাজ করেন সেই কারণে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী।
সেই কারণে মাসিক ১০ লক্ষ টাকা ভরণপোষণের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। দুই পক্ষের সমস্ত যুক্তি শুনে কলকাতার নিম্ন আদালত গতকাল হাসিন জাহানের ভরণপোষণের জন্য মোহাম্মদ সামিকে মাসিক ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রদানের নির্দেশ দিলেন।

আরও পড়ুন -  Indian Cricketer: খুনের মামলা থেকে মুক্তি পেলেন নভজ্যোৎ সিং সিধু, অবশেষে স্বস্তি