কলকাতা বইমেলা আগামী ৩০ জানুয়ারি শুরু হতে চলেছে। এবারের বইমেলার বয়স ৪৬ বছর। বই মেলায় ফোকাসের কান্ট্রি স্পেন। বইমেলায় স্পেনের সংস্কৃতির ছোঁয়া মিলবে। প্রতিবারের মত এবারও এই বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বইমেলায় থাকবে আধুনিকতার ছোঁয়া। প্রায় ৯০০ র মত স্টল দিয়ে এবারের বইমেলা সাজানো হবে। বইমেলায় এবারে উদ্বোধনের দিন থাকবেন স্পেনের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রকের ডাইরেক্টর জেনারেল মারিয়া জোস গালভেজ সালভাদর ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ একাধিক কৃতি সাহিত্যিক।
বুক সেলার্স গিল্ডের সেক্রেটারি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় টাইমস অফ ইন্ডিয়াকে একটি ইন্টারভিউতে জানিয়েছেন, এবারের বইমেলা নিয়ে আশাবাদী গিল্ড। এবারে রবিবার দিন মেট্রো পরিষেবা বৃদ্ধি করার জন্য আবেদন জানিয়েছেন সরকারের কাছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩ দিনের বইমেলায় এবারে ২টি রবিবারে সম্পূর্ণ স্বাভাবিক মেট্রো চলবে। রবিবারের জন্য আলাদা করে মেট্রো পরিষেবা কমবেনা।
গতবার ২৩ লক্ষ অনুরাগী এসেছিলেন বইমেলায়। প্রায় ২৩ কোটি টাকার ব্যবসা করেছিলেন বিক্রেতারা। এবারে শিয়ালদা থেকে সোজা মেট্রোতে চলে আসা যাবে বইমেলায়। তিনি আরো বলছেন, এবারে রাজ্য পর্যটন দফতরকে অতিরিক্ত বাস চালানোর জন্য অনুরোধ করেছে গিল্ড। জানা গেছে, রাজ্য সরকারের পর্যটন দফতর এই অনুরোধে সাড়া দিয়েছেন। CESC এর তরফ থেকে একটি অ্যাপ চালু করার কথাও রয়েছে বলে জানা গিয়েছে।