Rabindra Jadeja: রবীন্দ্র জাদেজার মাঠে ফেরা নিশ্চিত হল, রানের বৃষ্টি করবেন এই দলের বিরুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

অবশেষে ক্রিকেটের ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গত বছর এশিয়া কাপের মেগা আসর থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন।

এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ খেলার পর হাঁটুতে চোট পান। টুর্নামেন্ট মাঝপথে ছেড়ে দেশে ফেরেন তিনি। চোট কাটিয়ে উঠতে না পারায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও মিস করেছেন ভারতের এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন -  IND vs SL: শ্রীলংকার মুখোমুখি ভারত, ‘ডু অর ডাই’ ম্যাচ

 ক্রিকেট জগতে রবীন্দ্র জাদেজার দিনক্ষণ ঠিক করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন রবীন্দ্র জাদেজা।

তার আগে ফিটনেস টেস্ট দিতে হবে ভারতীয় এই অলরাউন্ডারকে। জানা গেছে, ফিটনেস প্রমাণ করতে রবীন্দ্র জাদেজাকে সৌরাষ্ট্রের হয়ে ২২ জানুয়ারি তামিলনাড়ুর বিরুদ্ধে একটি রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে হবে। সেখানে নিজেকে ফিট হিসেবে প্রমাণ করতে পারলে জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাবেন।

আরও পড়ুন -  Indian Cricketer: খুনের মামলা থেকে মুক্তি পেলেন নভজ্যোৎ সিং সিধু, অবশেষে স্বস্তি

জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা একজন পৃথিবী বিখ্যাত অলরাউন্ডার। কিলার বোলিংয়ের পাশাপাশি ধ্বংসাত্মক ব্যাটিং করতে পারদর্শী তিনি। একাধিক ম্যাচে ভারতের পরাজয়ের মুখ থেকে জয়ের গণ্ডি পার করিয়েছেন ভারতীয় এই প্লেয়ার।

আরও পড়ুন -  গণেশ পুজো দেখতে আর কেদারনাথ যেতে হবে না,পশ্চিম বর্ধমানে ট্রাফিক টাইগার ক্লাব আসুন

এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৬০টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন। ২৪২ উইকেটের পাশাপাশি ৩টি শতক সহ ২৫২৩ রান করেছেন। উল্লেখ্য, ভারতের মাটিতে অন্যতম সফল বোলার তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে রোহিত শর্মার প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন।