Dawood Ibrahim: দাউদ ইব্রাহিম পাকিস্তানেই রয়েছেন, করেছেন দ্বিতীয় বিয়েওঃ ভাগ্নে

Published By: Khabar India Online | Published On:

আন্ডারওয়াল্ড ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানেই লুকিয়ে আছেন,সেখানেই দ্বিতীয় বার বিয়েও করেছেন। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর কাছে এমনটাই স্বীকারোক্তি দিয়েছিলেন দাউদের ভাগ্নে তথা তার বোন হাসিনা পার্কারের ছেলে আলি শাহ।

তদন্তকারী সংস্থা এনআইএ সম্প্রতি মুম্বাই সহ অনেক জায়গায় অভিযান চালিয়ে দাউদ ইব্রাহিমের সন্ত্রাসী নেটওয়ার্কে জড়িত অনেক লোককে গ্রেপ্তার করেছে। আদালতে চার্জশিটও পেশ করেছে এনআইএ। এই অভিযোগপত্রেই চাঞ্চল্যকর তথ্য রয়েছে।

আরও পড়ুন -  ৩১ জানুয়ারির মধ্যে করতে হবে এই কাজ নাহলে অ্যাকাউন্টে টাকা আসবে না, PM Kisan প্রকল্প

ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত বছর সেপ্টেম্বর মাসে এনআইএকে আলি জানিয়েছিলেন, পাকিস্তানের করাচিতে রয়েছেন দাউদ। সেখানেই এক পাঠান নারীকে বিয়ে করেন। তার প্রথম স্ত্রী মেহজাবিন শেখের সঙ্গে দাউদের বিচ্ছেদ হয়নি বলেও দাবি করেন আলি।

আরও পড়ুন -  Pakistan: পাকিস্তানে জরুরি অবস্থা জারি বন্যায়, নিহত ৯৩৭

আলির বক্তব্য, ২০২২ সালের জুলাই মাসে তিনি মেহজাবিনের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় মেহজাবিন তাকে জানিয়েছিলেন, দাউদের দ্বিতীয় বার বিয়ের কথা। ভারতে বসবাসকারী দাউদের আত্মীয়দের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে মেহজবিনের যোগাযোগ আছে বলেও দাবি করেছেন আলি।

আরও পড়ুন -  Pakistan: ওয়ানডে বিশ্বকাপ দল ঘোষণা, পাকিস্তানের

২০১৪ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আলির মা দাউদের বোন হাসিনা পার্কারের। বছর সাতেক আগে মুম্বইয়ের এক ব্যবসায়ীর মেয়ে আইশা নাগানিকে বিয়ে করেন আলি।

ফাইল ছবি