Amrapali Dubey: অভিনেত্রী আম্রপালি দুবে মা হতে চলেছেন? শোরগোল নেটপাড়ায়, ছবি শেয়ার হতেই

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন আম্রপালি দুবে।

পর্দায় এক ঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন অগণিত ভক্তমহল। অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার অনুরাগীদের সাথে সর্বদা যুক্ত থাকেন।

নিজের ছবি ও ভিডিওর পাশাপাশি নিজের কাজের নানা কথাও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।

সম্প্রতি তেমনি একটি কথা শেয়ার করতে গিয়ে বিপত্তি ঘটিয়েছেন আম্রপালি। শেয়ার করে নেওয়া ছবি দেখেই চমকে উঠেছেন অধিকাংশ নেটনাগরিক। কি এমন শেয়ার করেছেন তিনি?

আরও পড়ুন -  ফিট ইন্ডিয়া ক্যুইজে স্কুলের ২ লক্ষ ছাত্রছাত্রীকে বিনামূল্যে নিবন্ধীকরণের সুযোগ দেওয়ার ঘোষণা ক্রীড়া মন্ত্রীর

সম্প্রতি অভিনেত্রী নিজের দুটি ছবি শেয়ার করেছেন। রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা মিডিয়ামহলে। দুটি ছবিতেই নিজের বেবি বাম্প শো-অফ করেছেন অভিনেত্রী।

অভিনেত্রীর এমন দুটি ছবি দেখে কিছুক্ষণের জন্য তারকা থেকে সাধারণ প্রায় সকলেই ভেবে নিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। সেই ঝলক রয়েছে কমেন্টবক্সেই। পরে ভুল ভেঙেছে অভিনেত্রীর ক্যাপশন দেখে। সেখানেই সকলের ভুল ভেঙ্গে দিয়েছেন তিনি। জানিয়েছেন এমন ছবি শেয়ারের কারণও, যা আরো একবার চমকিত করেছে গোটা ভক্তদের।

 

View this post on Instagram

 

A post shared by Dubey Aamrapali 🎀 (@aamrapali1101)

অভিনেত্রীর শেয়ার করে নেওয়া দুটি ছবির ক্যাপশনে চোখ রাখলেই স্পষ্ট হবে। এটি তার আসন্ন ছবির লুক।

আরও পড়ুন -  ৩৪ তম জন্মদিনে জীবনের নতুন অধ্যায় শুরুর সুখবর দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

ছবির কোন এক দৃশ্যে এই লুকেই দেখা মিলবে তাকে। আসন্ন ছবিটির জন্য যে একটা বিশেষ জায়গা রয়েছে অভিনেত্রীর মনে, তা অবশ্য তিনি স্পষ্ট করে দিয়েছেন ইতিমধ্যেই। শীঘ্রই তার এই ছবির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেতে চলেছে। সেই সুখবর জানিয়েছেন সকলকে। দুটি ছবি রীতিমতো চমকে দিয়েছে সকলকেই।

আরও পড়ুন -  Bhojpuri Song: অপ্সরা সুন্দরী আম্রপালীকে রেহাই দিলেন না নিরাহুয়া, বাচ্চাদের সামনে দেখা যাবে না