Myanmar: চূড়ান্ত রায় শুক্রবার, সুচির বিচার শেষ

Published By: Khabar India Online | Published On:

 সোমবার মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে ১৮ মাসব্যাপী চলা বিচারের চূড়ান্ত যুক্তি শুনেছে ও বিচারকার্য শেষ করেছে । শুক্রবার চূড়ান্ত রায় দেয়া হবে। মঙ্গলবার একটি আইনি সূত্রের কথা অনুযায়ী,এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী তার সরকারকে পতনের পর থেকে সূচি বন্দী জীবন যাপন করছেন। দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকি-টকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করা জন্য তাকে ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন -  Myanmar: মেয়াদ আরও বাড়লো, মিয়ানমারে জরুরি অবস্থার

মামলা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, একটি জান্তা আদালত ৩০ ডিসেম্বর দুর্নীতির অবশিষ্ট পাঁচটি মামলার চূড়ান্ত রায় দেবে। প্রতিটি দুর্নীতির অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।

আরও পড়ুন -  Jersey Auctioned: রোনালদোর জার্সি নিলামে, অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায়

সূত্রটি জানিয়েছে, জুন মাসে তাকে গৃহবন্দী থেকে সেনা-নির্মিত নেপিদোর একটি কারাগারে স্থানান্তরিত করা হয়। যেখানে একটি বিশেষ আদালতে তার বিচার চলতে থাকে। ৭৭ বছর বয়সী সুচি সুস্থ আছেন বলে জানা গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় মিডিয়া ব্যতিত সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে। সুচির আইনজীবীদেরও মিডিয়ার সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন -  Vijay Deverakonda: বিজয় দেবেরাকোন্ডা ফেরত দেবেন, ছয় কোটি

২০২০ সালের নভেম্বরের নির্বাচনের সময় ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগে ২০২১ সালে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি ব্যাপকভাবে জয়লাভ করেছে, যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন যে, ভোট মূলত অবাধ ও সুষ্ঠু ছিল।

ফাইল ছবি