Skin Glow: ত্বকের উজ্জ্বলতা ফেরান, ঘরোয়া পদ্ধতিতে

Published By: Khabar India Online | Published On:

বিয়ে এবং উৎসবের মৌসুম হলো শীতকাল। প্রায় রোজই কোনো না কোনো কারো বাড়ির অনুষ্ঠানে যেতে হয়।

অনুষ্ঠান মানেই সাজগোজ ও মেকআপ। ত্বকে মেকআপ ভালো মতো বসাতে হলে প্রয়োজন উজ্জ্বলতা।  ধুলোবালি সান বার্নের জন্য ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় প্রায় অনেকের।

আরও পড়ুন -  Ullu Web Series: এই ওয়েব সিরিজ দেখতে চাইলে একলা দেখবেন সব কিছু বন্ধ করে

পার্লারে গেলেই ব্যয় হবে হাজার হাজার টাকা।কিন্তু কম খরচে হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ ব্যবহারে ফিরিয়ে আনতে পারেন আপনার ত্বকের উজ্জ্বলতা। তৈরি করতে হবে ফেসপ্যাক।

আরও পড়ুন -  Hair Straight: চুল সোজা করুন বাড়িতেই

প্রণালী

মুগ ডাল, ওটস, সবুজ মুগ ডাল, মুসুর ডাল এবং মৌরি এই সবগুলিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। এবার মিশিয়ে দিন চন্দনের গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিন। যোগ করতে পারেন কাঁচা দুধ, গেলাপ জল বা রোস ওয়াটার ও টক দই। রোজ স্নান এর আগে এই প্যাক ব্যবহার করুন। ত্বক থেকে মৃত কোষ ও রোদে পোড়া ভাব চলে যাবে।

আরও পড়ুন -  বানিয়ে ফেলুন ভিটামিন সি সিরাম, বাড়িতেই