Box Office: দুর্দান্ত পারফর্ম Avatar 2, ছবিটি, কত টাকার ব্যবসা করল?

Published By: Khabar India Online | Published On:

অবতার দ্যা ওয়ে অফ ওয়াটার হলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি। মুক্তি পেয়েছে। দীর্ঘ সময় ধরে বিশ্বের কোটি কোটি মানুষ এই ছবিটি দেখার জন্য অপেক্ষা করছিলেন।

মাত্র ১০ দিনের মধ্যেই ছবিটি বেশ কিছু ছবির কালেকশনের রেকর্ড ছাপিয়ে গেছে। তৈরি করেছে নতুন মাত্রা। বক্স অফিসে এখনো পর্যন্ত এই সিনেমাটি কত টাকার ব্যবসা করতে পেরেছে, সিনেমাটি ভবিষ্যতে কি রকম করতে পারে।

আরও পড়ুন -  Alia Bhatt: আমার চরিত্র নিয়ে একদমই চিন্তিত নই

হলিউডের অত্যন্ত জনপ্রিয় নির্মাতা জেমস ক্যামেরুন, ছবিটি নির্মাণ করেছেন। ছবিটি মুক্তির প্রথম দিনেই ৪০.৩ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল। যে কোন সিনেমার নিরিখেই এই টাকার মাত্রা একটা বিশাল বড় রেকর্ড।

প্রথম সপ্তাহে এই ছবিটি ১৯৩.৬০ কোটি টাকার ব্যবসা করেছে। ইংরেজি ভাষাতে ১০১.৪ কোটি, হিন্দিতে ৬০.৮ কোটি, তেলেগুতে ১৮.৯৫ কোটি, তামিলে ১০ কোটি ও মালায়ালামে ২ কোটি টাকার ব্যবসা করেছে।

আরও পড়ুন -  Digha: বড়দিনের আগেই দীঘার সমুদ্র সৈকতে হবে এই কাজ, গোয়া বিচ হেরে যাবে!

দ্বিতীয় উইকেন্ডেও এই ছবিটি দারুন ব্যবসা করছে এই মুহূর্তে বক্স অফিসে। দ্বিতীয় শুক্রবার ১২.৮৫ কোটি টাকা, শনিবার ২১.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবিটি।

এবার রবিবারের কালেকশনের তথ্য সামনে এসেছে। প্রাথমিক পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, ক্রিসমাস এবং রবিবার থাকার কারণে দশম দিনে, ২৫শে ডিসেম্বর এই ছবিটি ২৫ কোটি টাকার কালেকশন করতে পেরেছে।

আরও পড়ুন -  অভিনেত্রী নোরা ফতেহি, সরু কোমর, উঁচু নিতম্ব -এ আরও লাস্যময়ী !

একদিনে এত কোটি টাকার ব্যবসা করা একটি সিনেমার ক্ষেত্রে একটা বিশাল বড় ব্যাপার। এখনো পর্যন্ত এই সিনেমাটির সম্পূর্ণ কালেকশন ২৫২.৭০ কোটি টাকা। এখনও বাকি আছে।