তৃতীয়বারের মত বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপরে ২২তম আসর ছিল অঘটন আর রেকর্ডের।
কাতার বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট জুড়ে গোল হয়েছে ১৭২টি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। গোল গুলোর মধ্যে সাধারণ মানুষের ভোটে টুর্নামেন্ট সেরা গোলটি বাছাই করে নিয়েছে ফিফা।
সেরা গোল হওয়ার দৌড়ে আরও বেশ কয়েকটি দুর্দান্ত গোলকে পেছনে ফেলে সর্বোচ্চ ভোট পেয়ে বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে রিচার্লিসনের গোলটি।
সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ব্রাজিলের পক্ষে এই গোলটি করেন তিনি। ম্যাচের ৭৩ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াসের ক্রস বক্সের ভেতর প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে বল বাতাসে ভাসা অবস্থাতেই বাইসাইকেল কিক করেন রিচার্লিসন। সার্বিয়ার গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না। তার জোড়া গোলেই সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় তিনি আরও একটি দুরন্ত গোল করেছেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সেই গোলটি নিয়ে তোলপাড় শুরু হয় ফুটবল দুনিয়ায়। ধারণা করা হচ্ছিল, সেটিই হতে যাচ্ছে এবারের আসরের সেরা গোলগুলোর একটি।
যদিও দল হেক্সা জয়ের মিশনে এসে কোয়ার্টার-ফাইনালেই ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেই ব্রাজিল।
ছবিঃ সংগৃহীত