Soldiers: ১৬ সেনা নিহত, ট্রাক খাদে পড়ে

Published By: Khabar India Online | Published On:

সিকিমের সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে তিন কর্মকর্তাসহ ১৬ জন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ সেনা। ট্রাকটিতে ২০ জন সেনা সদস্য ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

আরও পড়ুন -  Lifestyle: ৫ কথা গোপন রাখুন স্বামীর কাছে, তাহলে সুখ শান্তি ফিরবে সংসারে

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা নামক এলাকায় তিনটি গাড়ির কনভয়ের সাথে থাঙ্গুর দিকে যাচ্ছিল ট্রাকটি। সেই সময়ই একটি পাহাড়ি বাঁকে ট্রাকটিকে ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক এবং গভীর খাদে পড়ে যায় ট্রাকটি।

আরও পড়ুন -  মোহন রত্ন শ্যাম থাপা

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের আকাশপথে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের সেনাবাহিনীর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক টুইট বার্তায় এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও বলেছেন, দেশের জন্য এটা অনেক বড় ক্ষতি।

আরও পড়ুন -  চেলসির ঘরে ক্লাব বিশ্বকাপের শিরোপা

সূত্রঃ এনডিটিভি। ছবিঃ সংগৃহীত