খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, দশেরা উপলক্ষ্যে দেশবাসীকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “দশেরার এই পবিত্র উৎসবে আমি সকল দেশবাসী এবং বিদেশে বসবাসরত সকল ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এই উৎসব অধর্মের বিরুদ্ধে ধর্মের এবং অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়ের প্রতীক। সারা ভারতজুড়ে বিভিন্ন ভাবে এই উৎসব পালিত হয়। ভারতের সাংস্কৃতিক ঐক্যকে দৃঢ় করার এই উৎসব আমাদের সকলে মিলে একসঙ্গে, সম্প্রীতির পরিবেশে বাঁচার উৎসব এবং অশুভের বিরুদ্ধে বাঁচার বার্তা এই উৎসবের মাধ্যমে দেওয়া হয়।
মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের জীবনের সঙ্গে এই উৎসব জড়িয়ে রয়েছে। তাঁর জীবন থেকে আমরা নৈতিকতা এবং মর্যাদা পালনের ধারণা পেয়ে থাকি। আমি প্রার্থনা করি আনন্দ ও উচ্ছ্বাসের উৎসব দশেরা বর্তমান মহামারীর নেতিবাচক প্রভাব থেকে দেশবাসীকে সুস্থ রাখুক এবং সকলের জীবনে সমৃদ্ধি নিয়ে আসুক।” সূত্র – পিআইবি।