37 C
Kolkata
Friday, May 17, 2024

শুরু হলো কন্যাশ্রী কাপ

Must Read

শিখা দেব, কলকাতাঃ   শুরু হলো কন্যাশ্রী কাপ।

আই এফ এ পরিচালিত মেয়েদের ফুটবল কন্যাশ্রী কাপ শুরু হল মঙ্গলবার থেকে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। বেলুন উড়িয়ে ও বলে কিক করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কন্যাশ্রী কাপ ফুটবলের সূচনা করেন। ক্রীড়ামন্ত্রী বলেন,বাংলার ফুটবলের অগ্রগতিতে মেয়েদের একটা বড় ভূমিকা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবলের প্রতি আলাদা আন্তরিকতা আছে।সেই ভালোবাসায় সব সময় তিনি আই এফ এ- র পাশে আছেন। এই প্রতিযোগিতা থেকে ৫০জন প্রতিভাকে বাছাই করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তারা আগামীদিনে বাংলার মুখ উজ্জ্বল করবেন। প্রাক্তন খেলোয়াড়রা তাদের বাছাই করবেন।

আরও পড়ুন -  Kajol-Madhuri: কাজল না বলতেই, মাধুরী দীক্ষিত লুফে নিলেন

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি অজিত ব্যানার্জি,সচিব অনির্বাণ দত্ত, বি ও এ – র সভাপতি স্বপন ব্যানার্জি,নব বারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রশান্ত চক্রবর্তী ,শান্তি মল্লিক ও অমিত ভদ্র সহ অন্যরা।

আরও পড়ুন -  খোলামেলা পোশাক, অন্তর্বাস স্পষ্ট, ( Sreelekha Mitra ) শ্রীলেখার নতুন যাত্রা !

এদিন প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল হারিয়ে দিলো ২-০ গোলে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে।

সৌজন্যে।

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img