Messi Play: মেসি খেলবেন আর্জেন্টিনার হয়ে, অবসর নয়

Published By: Khabar India Online | Published On:

শোনা যাচ্ছিল মেসি অবসর নিতে যাচ্ছেন। গণমাধ্যমে তার কিছুটা ইঙ্গিতও দিয়েছিলেন। না, বিশ্বকাপের ফাইনালে শিরোপা জয় শেষে মেসি জানালেন, এখনই অবসর নয়। আর্জেন্টিনার আকাশী নীল-সাদা জার্সিতে  ম্যাচ খেলতে চান।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। শিরোপা জয়ের পাশাপাশি জিতেছেন গোল্ডেন বল। বয়স ৩৫ হলেও দুর্দান্ত ফর্মে আছেন। এবার বিশ্বকাপে করেছেন ৭ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩ গোল।

আরও পড়ুন -  অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, আগেই বলে দিলেন, দুশো’র বেশি আসনে জিতবে BJP !

ম্যাচ শেষে সাক্ষাৎকারে মেসি বলেন, গত বছর কোপা আমেরিকা ও এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: ৮ দল মাঠে নামবে আজ, অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমিরা

২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে মেসি। জার্মানির কাছে শেষ মুহূর্তে স্বপ্ন ভাঙ্গে আর্জেন্টিনার। সোনালী ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ হয়নি মেসির। হয়নি চুমু খাওয়ার, উঁচিয়ে ধরার। এবার সব স্বপ্ন এক সঙ্গে পুরণ হলো।

বিশ্বকাপ ট্রফিটা নিয়ে মেসি বলেন, আর্জেন্টিনার সবারই ছেলেবেলার স্বপ্ন থাকে এটা। আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারের সবই অর্জন করতে পেরেছি। যেটা এত দিন ছিল না, সেটাও হয়ে গেল।

আরও পড়ুন -  ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ - ২০২২’র অডিশন

মেসি বলেন, আমরা প্রচুর ভুগেছি। শেষ পর্যন্ত ট্রফিটা হাতে এল। এটা নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম। স্রষ্টাকে ধন্যবাদ। তিনি আমাকে সবই দিয়েছেন।

ছবিঃ সংগৃহীত