শিলিগুড়িতে বেসরকারি বাস ধর্মঘট

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়িতে বেসরকারি বাস ধর্মঘট।

অনির্দিষ্টকালের বেসরকারি বাস ধর্মঘটের কারণে জেরবার শিলিগুড়ি। বিভিন্ন দাবীদেওয়া তুলে শিলিগুড়িতে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন,বেসরকারী বাস মালিকেরা।

আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হওয়া বেসরকারী বাস ধর্মঘটের জন্য হয়রানির শিকার শিলিগুড়ির সাধারন মানুষ।সব বাস নির্দিষ্ট জায়গাতে না যাওয়ার কারণে সমস্যাতে সাধারন মানুষ। অনেক ক্ষেত্রে আমজনতাকে নির্ভর করতে হয় বেসরকারী বাসের পরিসেবার উপরেই। তাই বেসরকারী বাস বন্ধ হবার জন্য সমস্যায় পড়েছেন অনেকেই। কবে থেকে আবার স্বাভাবিক হবে পরিসেবা? এই বিষয়ে এক বাসের মালিক জানালেন, দাবী যদি মেনে নেওয়া হয় তবে আমাদের আর কোন সমস্যাই নেই। তবে যতদিন না পযর্ন্ত আমাদের দাবী মেনে নেওয়া হচ্ছে ততদিন এই ধর্মঘট চলবে বলে জানান তারা। এদিন বাস ধর্মঘটের কারনে বহু সাধারণ মানুষকে নাকাল হতে হয়। অনেকেই ফিরে যান, আবার অনেকেই ট্রেনের জন্য ষ্টেশনে চলে যান।

আরও পড়ুন -  Sealdah: ১৪৭টি লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ স্টেশনে, স্বাভাবিক হবে কবে?