Argentina-France Final: ফাইনালের বাঁশি পোল্যান্ড রেফারির হাতে, আর্জেন্টিনা-ফ্রান্স

Published By: Khabar India Online | Published On:

 আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স কাতারের বিশ্বকাপের ফাইনালে। রেফারির দায়িত্বে কে থাকছেন? তিনি কোন দেশের? সমর্থকদের এ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ফিফা।

লুসাইলের ফাইনালে মেসি-এমবাপেদের সামলাবেন পোল্যান্ডের সিমন মার্চিনিয়াক। পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেলেন।

 মার্চিনিয়াকই নয়, ফাইনালের সহকারী রেফারিদের নামও ঘোষণা করেছে ফিফা। মার্চিনিয়াকের সঙ্গী তার পোলিশদেরই। সহকারী হিসেবে থাকবেন পাভেল সকোলনিৎসকি ও তমাস লিসকিয়েভিচ।

আরও পড়ুন -  FIFA World Cup: কোন দল কোন গ্রুপে, ফিফা বিশ্বকাপ ড্র

মার্চিনিয়াক এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন। গত ২৬ নভেম্বর গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ ও ৩ ডিসেম্বর শেষ ষোলোয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: মাঠে নামবে আজকে ছয়টি দল, ইংল্যান্ড-ইরানসহ

মাত্র ২১ বছর বয়সে রেফারিংয়ে নাম লেখা মার্চিনিয়াক। ২৫ বছর বয়সে পেশা হিসেবে বেছে নেন তিনি। রেফারি হিসেবে ফিফার তালিকাভুক্ত হন ২০১১ সালে। ইউরোপা লিগের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় পরের বছর।

২০১৫ সালে তিনি ছিলেন ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রধান রেফারি। ২০১৬ ইউরোতে তিনটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। বিশ্বকাপ শুরু হয় ২০১৮ আসর দিয়ে। ওই বছরই উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের লড়াইয়ে বাঁশি ছিল তার হাতে। আবার পেলেন বিশ্বকাপের ফাইনালের দায়িত্ব।

আরও পড়ুন -  Bhai Phota 2021: নিয়ম মেনে যৌনপল্লির দিদি-বোনেদের কাজ থেকে ফোঁটা নিলেন, অভিনেতা ভাস্বর

ছবিঃ সংগৃহীত