Movie: জিৎ এর নায়িকা মিম, সঞ্জয়ের সিনেমায়

Published By: Khabar India Online | Published On:

‘যে শহরে টাকা ওড়ে’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘আপনার ছেলে কী করে?’ ‘শিফট’, ‘ভালো থাকুক ভালোবাসা’, ‘সুখ পাখি’, ‘ট্রল’, ‘অমানুষ’ দিয়ে ছোট পর্দা ও ওটিটিতে দর্শকদের অগণিত ভালোবাসা পেয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এবার বড় পর্দায় চমক নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা। নির্মাণ করছেন সিনেমা, নাম ‘মানুষ’।

আরও পড়ুন -  Short Film: অবৈধ সম্পর্ক গড়লেন গৃহবধূ এক ট্যাক্সি ড্রাইভারের সাথে, শর্ট ফিল্মটি দেখতে গেলে ঘর আগে বন্ধ করুন

ছবিতে নায়ক হিসেবে রয়েছেন টলিউড সুপারস্টার জিৎ, সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিদ্যা সিনহা মিম। মানুষ সিনেমায় নিজের চরিত্র নিয়ে মিম বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার। আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন দর্শকরা।’

আরও পড়ুন -  মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে জলে নেমে খাবার খাচ্ছেন মিম!

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে কলকাতায় শুটিং শুরু হয়।

জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রযোজিত ‘মানুষ’ সিনেমাটির গল্প লিখেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। গত ৩০ নভেম্বর জিৎ এর জন্মদিনে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে নতুন সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেন।

আরও পড়ুন -  Local Train Cancelled: শিয়ালদহ-হাসনাবাদ লাইনে বাতিল অনেক লোকাল ট্রেন, শনি ও রবিবার বাতিলের তালিকা দেখুন

উল্লেখ্য, আগে মিম কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়ার’ নামের একটি সিনেমায় জিৎ এর বিপরীতে অভিনয় করেছিলেন।