নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ কনকনে ঠান্ডার অপেক্ষায় ভূটিয়া মার্কেটের ব্যবসায়ী।
ডিসেম্বর মাসের মাঝামাঝি হলেও এখনো পর্যন্ত সেই রকম ভাবে শীতের দেখা নেই। গায়ে গরম জামা চাপাতে হলেও সেই রকম ঠান্ডা এখনো অনুভূত হচ্ছে না। প্রতিবছরের মতো এ বছরও ভুটিয়া মার্কেটের ব্যবসায়ীরা তাদের পসার নিয়ে বসে গেছেন। প্রতি বছর শীতের শুরুর থেকেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের উল্টোদিকে ভুটিয়া মার্কেটে ব্যবসায়ীরা তাদের পসার নিয়ে বসে থাকেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এখানে শুধু স্থানীয় ব্যবসায়ীরা নন, দার্জিলিং সিকিম থেকেও ব্যবসায়ীরা এসে থাকেন। স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন ঠান্ডা সেই অর্থে এখনো পড়েনি, তাই সেই ভাবে বিক্রি বাট্টা শুরু হয়নি। তবে বিয়ের সিজন হওয়ার কারণে চাদর, শাল মোটামুটি বিক্রি হচ্ছে। তবে ঠান্ডা সেই রকম না পড়ার কারণে, বাজারে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। তবে তারা আশাবাদী যে, তীব্র ঠান্ডা পড়লে ভুটিয়া মার্কেটে ক্রেতাদের আনাগোনা বেড়ে যাবে।