Rivaldo: ঈশ্বর তোমাকে মুকুট দেবেন রবিবারঃ রিভালদো

Published By: Khabar India Online | Published On:

সেমিফাইনালে মেসি-আলভারেজ ম্যাজিকে বিধ্বস্ত গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়াম দেখেছে মেসি শো। সেই সঙ্গে নতুন তারকা হিসেবে আলভারেজের ঝলক।

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচটি মাঠে বসে উপভোগ করেছেন ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী কিংবদন্তিরা। ছিলেন রোনাল্ডো, রিভালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস ও কাকার মতো তারকারা। দুর্দান্ত সেই ম্যাচ শেষে ফাইনালের জন্য লিওনেল মেসিকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। ব্রাজিল ও নেইমার আসরে না থাকায় তিনি মেসির আর্জেন্টিনাকে সমর্থন করছেন বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন -  এক চিমটে ফটকিরিতে, সংসারে সব কিছু মঙ্গল !

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রিভালদো লেখেন, বিশ্বকাপে আমাদের ব্রাজিল কিংবা নেইমার নেই। সেজন্য আমি আর্জেন্টিনার পক্ষে আছি, মেসিকে নিয়ে কিছু বলার নেই। তোমার আগেই বিশ্বকাপ জেতা উচিত ছিল। তবে ঈশ্বরই ভালো জানেন কখন কী করতে হবে। আগামী রবিবার ঈশ্বর তোমাকে মুকুট দেবেন।

আরও পড়ুন -  বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের কাজ সরেজমিনে, জনপ্রতিনিধি শ্রাবণী দত্ত

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার মেসিকে টুপি খোলা অভিনন্দন জানিয়ে বলেন, তুমি ব্যক্তি হিসেবে এই শিরোপার দাবিদার, যা অসাধারণ ফুটবল তুমি এরই মধ্যে খেলেছ তার জন্য তোমার বিশ্বকাপ জেতা উচিত। ঈশ্বর তোমার মঙ্গল করবেন।

কাতার বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত ফর্মে আছেন ৩৫ বছর বয়সী তারকা। শুরুতে সৌদি আরবের বিপক্ষে হারের ধাক্কা সামলে টানা পাঁচ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে তার দল। যার চারটিতেই ম্যাচের সেরা মেসি। ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। সঙ্গে তার অ্যাসিস্ট আছে তিনটি।

আরও পড়ুন -  Neymar Record: ২ গোল করলেই রেকর্ড, নেইমার নামছে তৃতীয় বিশ্বকাপে

ছবিঃ সংগৃহীত