France-Morocco: ফ্রান্স-মরক্কো লড়াই, হেড টু হেড, কী বলছে পরিসংখ্যান?

Published By: Khabar India Online | Published On:

 দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ইতিহাস বদলে দেয়া আফ্রিকার দেশ মরক্কো।

কাতারের আল বায়াত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার রাত ১২টা ৩০মিনিটে।

ফ্রান্স-মরক্কোর লড়াই ফুটবল বিশ্ব দেখেছিল ১৫ বছর আগে। প্যারিসে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। কাতার বিশ্বকাপ আবারও তাদের লড়াই এসে গেল। মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত ফরাসিরা। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতিহাস গড়া আফ্রিকার দলটির বিপক্ষে তারা এবার আধিপত্য ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন দেখার।

আরও পড়ুন -  Lionel Messi: মেসির শেষ বিশ্বকাপ, কাতার বিশ্বকাপ

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত মরক্কোর জালে একবার বলও জড়াতে পারেনি প্রতিপক্ষ। একটি গোল হয়েছিল, সেটি আত্মঘাতী। আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার নায়েফ আগের্দ।

এই বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে চার গোল করেছিলেন ২৩ বছরের স্ট্রাইকার। নিজের সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন। বিশ্বকাপ মঞ্চে ১২ ম্যাচ খেলে এমবাপের মোট গোল ৯।

আরও পড়ুন -  বিজেপির প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারের নির্বাচনী প্রচার

বিশ্ব মঞ্চে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও মরক্কো। আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার পরস্পরের বিপক্ষে খেলেছে। তিনটি ম্যাচ জিতেছে ফ্রান্স। দু’টি ম্যাচ ড্র হয়েছে।

আরও পড়ুন -  Ronaldo: পর্তুগিজ উইঙ্গার রোনালদো, ইতিহাস গড়লেন

মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে প্রথমবার নক আউটে গিয়েছিল মেক্সিকোতে আয়োজিত ১৯৮৬ সালের বিশ্বকাপে। এই প্রথমবার আফ্রিকার দল হিসেবে প্রথমবার সেমি ফাইনাল খেলতে নামবে আশরাফ হাকিমি-ইয়াসিন বোনোরা।

১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। টানা দু’বার বিশ্বকাপ জেতার হাতছানি ফ্রান্সের সামনে রয়েছে।

ছবিঃ সংগৃহীত