Record 19 Cards: আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচ, ১৯টি কার্ডে রেকর্ড হলো

Published By: Khabar India Online | Published On:

আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয়লাভ করল ৪-৩ ব্যবধানে। লুসাইল স্টেডিয়ামে নাটক জমিয়ে মার্টিনেজের কাধে চড়ে দ্বিতীয় দল হিসাবে সেমিতে চলে গেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালে আর্জেন্টিনাকে লড়াই করতে হবে ব্রাজিলকে বিদায় করে দেয়া ক্রোয়েশিয়ার বিপক্ষে।

কিন্তু, ম্যাচ চলাকালীন মাঠে খেলার নাটকীয়তার সাথে ঘটে অবাক কান্ড। ম্যাচ রেফারি মাতেও লাহোজের রেকর্ড কার্ড আর ম্যাচ পরিচলানার ধরণ দেখলে যে কারো মনে হতেই পারে মাঠে কি আসলেই ফুটবল খেলা চলছে নাকি অন্যকিছু। স্প্যানিশ রেফারি যে হারে কার্ড দেখাচ্ছিলেন তাতে যেন মনে হচ্ছিলো মাঠে ফুটবল বাদে অন্যকিছু চলছিলো। গোটা ম্যাচে মোট ৪৮ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন।

আরও পড়ুন -  Hot Dance Video: সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন মুসকান, ভাইরাল হট ডান্স ভিডিও

কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ড হাইভোল্টেজ ম্যাচে ১৯টি কার্ড দেখিয়েছে রেফারি। শুধু মাঠের খেলোয়ার নয়, কার্ড দেখেছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি আর সাপোর্ট স্টাফ ওয়াল্টার স্যামুয়েল। মাঠে নামার আগে বেঞ্চে বসেই কার্ড দেখেছেন জোড়া গোল করে নেদার‍ল্যান্ডকে ম্যাচ ফেরানোর নায়ক ভাউট ভের্গহর্স্টকে।

আরও পড়ুন -  Lionel Messi: জানালেন পিএসজি কোচ, মেসি কবে ফিরবেন মাঠে

 কোয়ার্টার ফাইনালে কাকে কার্ড দিতে বাদ রেখেছেন লাহোজ। ফাউল হোক বা না হোক, রেফারির সঙ্গে কথা বলতে গিয়ে মেসিকে দেখতে হয়ছে হলুদ কার্ড।

টাইব্রেকারে শট নিতে এসেও দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয়েছে নেদারল্যান্ডসের ফুলব্যাক ডেঞ্জেল ডামফ্রিসকে। খেলা শেষে নামের পাশে লাল কার্ড ঠিকই যোগ হয়েছে ডামফ্রিসের।

মাঠের খেলোয়াড়দের মধ্যে ১৫টি কার্ড দেখিয়েছেন রেফারি। আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচে যে পরিমাণ কার্ড দেখানো হইছে তা ফিফার যেকোনো আন্তর্জাতিক ম্যাচের জন্যও রেকর্ড। স্পানিশ রেফারি লাহোজ ছাড়িয়ে গেছেন আগের সব রেকর্ডকে। ম্যাচ শেষে রেফারির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে মেসি।

আরও পড়ুন -  Brazilian President: ভয় পাওয়ার সময় নেই আর্জেন্টিনাকেঃ ব্রাজিলের প্রেসিডেন্ট

উল্লেখ্য, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ কার্ডের রেকর্ড ছিলো ২০০২ বিশ্বকাপে জার্মানি-ক্যামেরুন ম্যাচে। সেই ম্যাচে ১২টি হলুদ ও ২টি লাল কার্ডসহ মোট ১৪টি কার্ড দেখিয়েছিলেন রেফারি। এর আগে ২০০৬ সালে পর্তুগাল-নেদারল্যান্ডসের ম্যাচে ১৬টি কার্ড দেখিয়েছিলেন রুশ রেফারি ভ্যালেন্টাইন ইভানোভ।

ছবিঃ সংগৃহীত।