Mbappe: রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, কিংবদন্তি পেলের, ফরাসি স্ট্রাইকার

Published By: Khabar India Online | Published On:

কিংবদন্তি পেলের রেকর্ড ভাঙেন পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে কিলিয়ান এমবাপ্পে। পায়ের জাদুতে বিশ্বকে মাতিয়ে রেখেছেন এই ফরাসি স্ট্রাইকার।

২৩ বছর বয়সী ফরোয়ার্ডের পারফরম্যান্সে বেশ খুশি পেলে। অসুস্থতার সময় তাকে স্মরণ করায় ধন্যবাদও জানিয়েছেন। আগে অসুস্থ পেলেকে শুভকামনা জানিয়ে পোস্ট করেছিলেন এমবাপ্পেও। তিনি লিখেছিলেন, ‘রাজার জন্য প্রার্থনা।’

পেলে নিজের ফুটবল ক্যারিয়ারে ২৪ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপে ৭ গোল করেছিলেন। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের প্রথম গোলে ২৪ বছর বয়স পূর্ণ হওয়ার আগে সেই রেকর্ড ভেঙে দেন এমবাপ্পে।

বিশ্বকাপে এটি ছিল এমবাপ্পের চতুর্থ গোল। তিনি এই বিশ্বকাপে গোল করায় আর্জেন্টিনার লিওনেল মেসি, নেদারল্যান্ডসের কোডি গাকপো, স্পেনের আলভারো মোরাতা, ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড ও ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়াকে পেছনে ফেলে এগিয়ে গেলেন।

 অসুস্থতার সময় শুভকামনা জানিয়ে এমবাপ্পের দেয়া বার্তার জবাব দিয়েছেন পেলে। সঙ্গে নিজের রেকর্ড ভাঙতে আনন্দিত বলেও জানিয়েছেন অনেকের মতে সর্বকালের সেরা এই ফুটবলার।

ক্যানসারের সঙ্গে লড়তে থাকা পেলে এমবাপ্পের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ এমবাপ্পে। বন্ধু আমার, বিশ্বকাপে তোমাকে আমার আরেকটি রেকর্ড ভাঙতে দেখে আনন্দিত।’

ছবিঃ সংগৃহীত।