খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারত করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্যের আরও একটি মাইলফলক অর্জন করেছে। দু’মাস (৬৩ দিন) পর প্রথমবার দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের নীচে নেমেছে। গত ২২শে অগাস্ট সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬ লক্ষ ৯৭ হাজার ৩৩০। দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯৫ হাজার ৫০৯, যা মোট আক্রান্তের কেবল ৮.৯৬ শতাংশ।
দৈনিক-ভিত্তিতে করোনা আক্রান্ত রোগীর সুস্থতার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মৃত্যু হার ক্রমশ কমছে। একইভাবে, আক্রান্তের সংখ্যাও লাগাতার নিম্নমুখী।
ভারতে সুস্থতার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ার দরুণ এই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৭০ লক্ষ (৬৯ লক্ষ ৪৮ হাজার ৪৯৭)। সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা এবং আরোগ্য লাভের সংখ্যার মধ্যে ফারাক ক্রমশ বেড়ে আজ এই সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লক্ষ ৫২ হাজার ৯৮৮-তে। সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যার তুলনায় প্রায় ১০ গুণ বেশি।
দেশে গত ২৪ ঘন্টায় ৭৩ হাজার ৯৭৯ জন আরোগ্য লাভ করেছেন এবং আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩৬৬ জন। জাতীয় স্তরে সুস্থতার হার আরও বেড়ে হয়েছে ৮৯.৫৩ শতাংশ। সারা দেশে চিকিৎসা পরিকাঠামোর সম্প্রসারণ, কেন্দ্রীয় সরকারের আদর্শ চিকিৎসা রণকৌশল রূপায়ণ এবং চিকিৎসক সহ করোনা যুদ্ধে অগ্রভাগে থাকা কর্মীদের আন্তরিকতা ও অঙ্গীকারের ফলে সুস্থতার হার ক্রমশ বাড়ছে এবং মৃত্যু হার ক্রমশ কমছে। আজ এই মৃত্যু হার আরও কমে হয়েছে ১.৫১ শতাংশ।
২৪টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারেরও কম। সদ্য আরোগ্য লাভকারীদের ৮১ শতাংশই ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্র থেকে ১ দিনেই সর্বাধিক ১৬ হাজারেরও বেশি রোগী আরোগ্য লাভ করেছে। কর্ণাটক থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজারেরও বেশি ব্যক্তি।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৪ হাজার ৩৬৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৮ শতাংশই আক্রান্ত হয়েছেন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্র ও কেরল থেকে সর্বাধিক ৭ হাজারেরও বেশি নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে।
দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে ৬৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮১ শতাংশই মারা গেছেন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্র থেকে সর্বাধিক ১৯৮ জনের খবর মিলেছে। সূত্র – পিআইবি।