১১ তম আন্তর্জাতিক বার্ষিক চিত্র প্রদর্শনী

Published By: Khabar India Online | Published On:

১১ তম আন্তর্জাতিক বার্ষিক চিত্র প্রদর্শনী।

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় গ্যালারী গোলড হলে ১১ তম আন্তর্জাতিক বার্ষিক চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। তিন দিনের এই অনুষ্ঠানে আয়োজনে সাটার স্পিড গ্রুপ যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যে দিয়ে গড়ে তোলা হয় ২০০৯ থেকে। আগে ওরকুট থেকে তৈরি হলেও বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রাম অবস্থান।

আরও পড়ুন -  Neha Bhasin Birthday: জন্মদিনের পার্টি তারকার হাট নেহা ভাসিনের, সামনে এসেছে এমন ছবি

মোট ১৯০ টা ছবি ২ কি মূল বিভাগ প্রিন্ট ও ডিজিটালে প্রদর্শিত হয়।

ভারতের ৭টি রাজ্য ও বিদেশ থেকে ৪ টি দেশের ছবি অংশগ্রহণ করেন। যেমন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, ভারত এবং বাংলাদেশ।

আরও পড়ুন -  করোনার থাবা শতাব্দী প্রাচীন মালদা শহরের কোঠাবাড়ি চুনিয়াপাড়ার লক্ষী পূজোয়

প্রতিযোগিতায় সহযোগিতা ভারতের রাজস্থান টুরিসজম এগিয়ে আসেন।

নেচার বিভাগের মৌসুমী সিরাজ ( বাংলাদেশ) প্রথম স্থান অধিকার করেছেন।

প্রদশর্নী চলার পাশাপাশি কর্মশালার আয়োজন করা হয়। তিন‌ দিন ধরে কলকাতার বিশিষ্ট আলোকচিত্রীরা অংশগ্রহণ করেন।

গ্রুপ এর পক্ষ থেকে গ্রুপ এর প্রতিষ্ঠাতা পরিচালক – অরিজিৎ সাহা বলেন, আগামী দিনে ‌আরো সুন্দর করার প্রচেষ্টা আমদের। স্থির চিত্রের পাশাপাশি, আলোকচিত্রীর নানা দিক নিয়ে কাজ করতে চাই আমরা। যাতে ছবির চেতনা ও ভালোবাসা আরো বৃদ্ধি পায়।

আরও পড়ুন -  First Time: সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্ট

ছবির নিজের ভাষা আছে, যা দেশের তারকাঁটা বন্ধন থেকে মুক্ত। মন ছুঁয়ে থাকে।