Expensive-Cheapest-City: ব্যয়বহুল আর কোনটি সস্তা শহর, বিশ্বের

Published By: Khabar India Online | Published On:

বিশ্বের কোন শহরটি সবচেয়ে ব্যয়বহুল, কোনটি সস্তা তার তালিকা তৈরি করা হয় প্রতি বছরই।

বিশ্বের অর্থনীতির একটা অন্যরকম ছবি এর মাধ্যমে মেলে। তৈরি হয়েছে দুটি তালিকা। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ও বিশ্বের সবচেয়ে সস্তা শহর।

দামাস্কাস এবং ত্রিপোলি বিশ্বের সস্তাতম শহরের তকমা পেয়েছে। সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেয়েছে নিউইয়র্ক এবং সিঙ্গাপুর। ভারতের মধ্যে ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত বেঙ্গালুরু। চেন্নাই পেয়েছে বিশ্বের সস্তাতম শহরের তকমা।

আরও পড়ুন -  Omicron: নিউইয়র্কে জরুরি অবস্থা, ওমিক্রন ঠেকাতে

২০২২ সালের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহরের তালিকা দেখে নেয়া যাক। প্রথমে রয়েছে সিঙ্গাপুর এবং নিউইয়র্ক।

এর পরে আছে, ইজরায়েলের তেল আভিভ, চিনের হংকং, মার্কিন যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলস।

আরও পড়ুন -  Corona: আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে বিশ্বে করোনা

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় রয়েছে, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো, প্যারিস, কোপেনহাগেন, ডেনমার্ক ও সিডনি!

এবার দেখে নেয়া যাক এই বছরের সবচেয়ে সস্তা ১০ শহরের তালিকা। সেই তালিকায় রয়েছে কলম্বো (শ্রীলঙ্কা), আলমাটি (কাজাখিস্তান), করাচি (পাকিস্তান)-র নাম।

আরও পড়ুন -  বিশ্বে করোনা ১ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে

সস্তা শহরের তালিকায় রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ, তিউনিস এবং তেহরান।

সবচেয়ে কৌতূহলোদ্দীপক হল, ভারতের নিরিখে যেসব শহরগুলি একটু কস্টলি, বিশ্বের নিরিখে সেগুলিই অনেক সস্তা। যেমন, বেঙ্গালুরু, চেন্নাই ও আহমেদাবাদ।

সূত্র ও ছবিঃ জি নিউজ।