Elon Musk: এলন মাস্ক হারালেন, বিশ্বের শীর্ষ ধনীর তকমা

Published By: Khabar India Online | Published On:

এলন মাস্ক বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা হারালেন। ফোর্বসের তালিকায় দেখা যাচ্ছে, বিশ্বের ধনীতম ব্যক্তি হিসাবে তালিকায় উঠে এসেছেন বার্নার্ড আর্নল্ট।

২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে বিশ্বের ধনীতম ব্যক্তি হিসাবে নিজের জায়গা ধরে রেখেছিলেন মাস্ক। বুধবার প্রথমবার নিজের জায়গা হারাতে হল তাকে।

শুক্রবার ফোর্বসের দ্য রিয়েল টাইম বিলিওনিয়ার লিস্টে দেখা যাচ্ছে, এলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করে নিয়েছেন ফ্রান্সের বিলাসবহুল পোশাক ও দ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠান লুই ভুইতোঁ মালিক বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। ১৮৬ দশমিক ২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন।

আরও পড়ুন -  টুইটারের পাখি উড়ে গেলো, এলো নতুন লোগো এক্স

দ্বিতীয় স্থানে রয়েছেন এলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ১৮৫ দশমিক ৪ বিলিয়ন ডলার। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি। সম্পদের পরিমাণ ১৩৪ দশমিক ৮ বিলিয়ন ডলার।

আরও পড়ুন -  World Corona Daily: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত, বিশ্বজুড়ে করোনায়

 বুধবার ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, এলন মাস্ক আর বিশ্বের সবচেয়ে ধনী নন। কারণ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারদর পড়ে গেছে।

ফোর্বসের দ্য রিয়েল টাইম বিলিওনিয়ার লিস্ট, শুক্রবার

টেসলার শেয়ারের দরপতন নয়, ৪৪ বিলিয়ন ডলারে কেনা টুইটারকে শুরু থেকেই একটি লোকসানি বিনিয়োগ বলে আসছিলেন বিশ্লেষকরা। বিপুল ঋণের বোঝা মাথায় নিয়েই টুইটার কিনেছিলেন মাস্ক। সেই থেকেই মাস্কের নিজের সংস্থা টেসলার লাভের অঙ্ক কমতে শুরু করে।

আরও পড়ুন -  আবাসনে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি

টুইটার কেনার কিছুদিনের মধ্যেই মাস্কের সম্পত্তির পরিমাণ কমতে থাকে। টেসলার শেয়ারহোল্ডারদের ধারণা হয়, মাস্কের কাছে টুইটারের গুরুত্ব অনেক বেশি। সেই জন্য টেসলা থেকে নিজেদের শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন। তার ফলে সামগ্রিকভাবে টেসলার মূল্য এক ধাক্কায় প্রায় অর্ধেকটা কমে যায়।

ছবিঃ সংগৃহীত।