Deepika Padukone: দীপিকা, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন, মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক

Published By: Khabar India Online | Published On:

বিশ্বকাপ উন্মাদনা চলছে সারা বিশ্বে। উন্মাদনায় নতুন পারদ চড়াবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন।

ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে এই কাজ করতে চলেছেন দীপিকা। আন্তর্জাতিক মঞ্চে এর আগে বেশ কয়েকবার ভারতের নাম উজ্জ্বল করেছেন দীপিকা। এবার তালিকায় যোগ হতে চলেছে বিশ্বকাপও।

আরও পড়ুন -  Deepika Padukone: দীপিকা পাডুকোন কালো গাউনে নজর কাড়লেন অস্কার মঞ্চে, ঘাড়ের ট্যাটুও এড়ালো না

 চলছে নকআউট পর্বের খেলা। ১৮ ডিসেম্বর জমকালো ফাইনালের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

জানা গেছে, শিগগিরই কাতারে যাবেন অভিনেত্রী। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।

আরও পড়ুন -  Ranveer-Deepika: স্ত্রী দীপিকা, রণবীরকে নগ্ন অবস্থায় দেখে কি মনে হয়েছিলো ?

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন দীপিকা। বিভিন্ন রংয়ের পোশাক পরে নজর কেড়ে নেন গোটা বিশ্বের। সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ সুন্দরীর মধ্যেও স্থান পেয়েছেন তিনি। প্রতিদিনই গোটা বিশ্বে দীপিকার খ্যাতি বেড়েই চলেছে। বিশ্বকাপের ফাইনালে হাজির থাকা এক লাফে আরও অনেকটা বাড়িয়ে দেবে।

আরও পড়ুন -  Deepika Padukone: ভরা প্রেগনেন্সিতেও কাজে ব্যস্ত দীপিকা, স্পষ্ট বেবি বাম্প

সূত্রঃ এনডিটিভি।