Archive Old Tweets: সহজেই টুইট আর্কাইভ করে রাখা যায়, পুরোনো টুইট

Published By: Khabar India Online | Published On:

টুইটার, ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে একের পর এক পরিবর্তন আসছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার যেন ঢেলে সাজাচ্ছেন মনের মতো করে। পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমালোচনাও যেন পিছু ছাড়ছে না টুইটারের। অনেকের তথ্য চুরি, যখন তখন অ্যাকাউন্ট উধাও, নিত্যদিনের ঘটনা টুইটারের।

আরও পড়ুন -  Durga Pujo: শিব কৃষ্ণ দা পরিবার দুর্গাপূজা

যাদের অ্যাকাউন্ট হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হচ্ছে। চাইলে নিজেদের করা টুইটের কপি ডাউনলোড করে রাখতে পারেন। টুইট আর্কাইভ করে রাখা যায়।

অ্যান্ড্রয়েড ফোন থেকে টুইটার আর্কাইভ 

  • এজন্য প্রথমে নিজের অ্যান্ড্রয়েড ফোনের টুইটার অ্যাপ ওপেন করুন।
  • *   ‘সেটিং অ্যান্ড প্রিভেসি’ অপশনে গিয়ে নিজের অ্যাকাউন্ট খুলুন।
    * ডাউনলোড অন আর্কাইভ অপশন ক্লিক করুন।
    *  একটি নতুন ব্রাউজার উইন্ডো খুলে যাবে। সেখানে আপনার টুইটার অ্যাকাউন্ট সাইন-ইন করুন।
    *  এখন রিকোয়েস্ট আর্কাইভে ক্লিক করুন।
আরও পড়ুন -  Weather: কালবৈশাখীর দাপট, ৩ জেলায় অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন?

 অপেক্ষা করুন ২৪ ঘণ্টা। টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এক্ষেত্রে ব্যহারকারীদের ডেটা ডাউনলোড হওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় লাগবে। এসময়ের মধ্যেই ব্যবহারকারীর ডেটা তৈরি করা হবে। সেই ডেটা ডাউনলোড করার জন্য তৈরি হয়ে গেলে টুইটারের পক্ষ থেকে ব্যবহারকারীদের অ্যাপে নোটিফিকেশন পাঠানো হবে।

আরও পড়ুন -  Dance Video: প্রশংসায় ভড়িয়ে দিলেন মানুষ, দুর্দান্ত বেলি নাচ এই নৃত্যশিল্পীর, ‘জারা জারা’র তালে

সূত্রঃ টুইটার হেলপ সেন্টার। ছবিঃ সংগৃহীত।