‘বাহুবলি’ তারকা, লাগেজ হারালেন বিমান থেকে

Published By: Khabar India Online | Published On:

‘বাহুবলি’ খ্যাত অভিনেতা রানা দাগ্গুবতি, বিমান থেকে লাগেজ হারালেন। রবিবার (৪ ডিসেম্বর) বিমান সংস্থার লোগো পোস্ট করে একাধিক টুইটে এই অভিযোগ করেন তিনি।

টুইটে এই অভিনেতা লিখেন, ‘দেশের সবচেয়ে জঘন্য বিমান সংস্থার অভিজ্ঞতা। যারা জানেন না ফ্লাইটের সময় কখন। আমার লাগেজ হারিয়ে গেছে, যার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিমানের কর্মীরাও এই বিষয়ে কিছু জানেন না।’

আরও পড়ুন -  Karan Kundra: সততা ও পরিশ্রম স্বপ্নকে সফল করেই, করণ কুন্দ্রা'র স্বপ্নপূরণ হলো !

ইতোমধ্যেই এই বিষয়টি নিয়ে জোর সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি ওই বিমান সংস্থার নজরে আসে। ফলে রানার টুইটে মন্তব্য করে ক্ষমা চায় প্রতিষ্ঠানটি।

সোমবার (৫ ডিসেম্বর) ভোরে ওই বিমান কর্তৃপক্ষ রানার টুইটের কমেন্ট বক্সে লিখেন, ‘এই অব্যবস্থার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে নিশ্চিন্ত থাকুন, আমাদের সংস্থা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যাতে আপনার মালপত্র যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে আপনার কাছে পৌঁছে দেয়া যায়।’

আরও পড়ুন -  Katrina Kaif: নিউ ইয়র্ক উড়ে গেলেন ভিকি-ক্যাট, রেস্তরাঁয় খেতে !

বিমান সংস্থাটির এমন অনুশোচনামূলক কমেন্টের পর তাদের প্রতিষ্ঠানের সাথে কথোপকথনের প্রেক্ষিতে অভিযোগের পোস্টটি মুছে ফেলেছেন রানা দাগ্গুবতি।

সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।