Measure Skin: ৫ লক্ষণে ত্বকের আর্দ্রতা পরিমাপ

Published By: Khabar India Online | Published On:

৫ লক্ষণে ত্বকের আর্দ্রতা পরিমাপ। সিজিন ভেদে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়,মানুষই মনে করেন। এই ধারণার সঙ্গে ত্বক বিশেষজ্ঞরা একমত নন। তাদের মতে, ত্বকে যদি কোনও সমস্যা থেকে থাকে, তা সব সময়েই থাকে।

উদাহরণ হিসেবে বলা যায়, ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া। গ্রীষ্মকালে এই সমস্যা বেশি দেখা গেলেও, বর্ষাতেও শুকিয়ে যেতে পারে ত্বক। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তখন ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে।

আরও পড়ুন -  তামিলনাডুতে ডাঃ এমজিআর চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ৩৩তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

 যারা নিয়মিত অফিস যাওয়া-আসার মধ্যে থাকেন, তাদের এই সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে কাটাতে হয়।

পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসছে বলিরেখা। আপনার ত্বকের আর্দ্রতা কমছে কিনা, সেটা বুঝার জন্য কয়েকটি লক্ষণের দিকে নজর রাখতে হবে।

  • ত্বকে র‌্যাশ, চুলকানি এবং ব্রণ হওয়া।
  •  অতিমাত্রায় ত্বক স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব ও মেচেতার উপদ্রব।
  •  চোখের তলায় কালি পড়ে যাওয়া এবং বলিরেখা।
  • ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ক্রমশ নিস্তেজ হতে থাকে।
  • ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগের ছোপ এসে যায়।  প্রতীকী ছবি।
আরও পড়ুন -  জাপান ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে, চীনকে মোকাবিলায়