Pele: কিংবদন্তি পেলেঃ বিশ্বকাপে ব্রাজিলের খেলা প্রচুর জীবনীশক্তি দেয়

Published By: Khabar India Online | Published On:

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে দীর্ঘদিন যাবৎ ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করে ‘তার শরীরে কেমোথেরাপি আর কাজ করছে না’। সেই থেকেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুঞ্জন।

এক বিবৃতিতে ব্রাজিল দলের সমর্থনে বার্তা দিয়ে মৃত্যুর গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন এই ফুটবল সম্রাট।

আরও পড়ুন -  Aindrila Sharma: জীবনের দ্বিতীয় দাদাগিরি শুরু করলেন ঐন্দ্রিলা, ক্যান্সার-কে হারিয়ে, সৌরভ গাঙ্গুলীর সাথে

ইনস্টাগ্রামে পেলে বলেন, ‘বিশ্বকাপে ব্রাজিলের খেলা তাকে প্রচুর জীবনীশক্তি দেয়। আমার বন্ধুরা, আমি চাই সকলে শান্ত ও ইতিবাচক থাকুন। প্রচুর আশা নিয়ে নিজেকে বেশ শক্ত রেখেছি আমি, যথারীতি চিকিৎসা মেনে চলছি। যেই পরিমাণ যত্ন আমি পেয়েছি তাতে পুরো মেডিক্যাল ও নার্সিং দলকে ধন্যবাদ জানাতে চাই।’

আরও পড়ুন -  VIDEO: গোপনে কুকীর্তি খেসারির শুভি শর্মার ঘরে, বাচ্চাদের সামনে দেখবেন না

 আগে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিলো, এখনো তার চিকিৎসা চলছে, তার অবস্থা স্থিতিশীল।

ফুটবল বিশ্বে পেলেই একমাত্র খেলোয়াড় যার তিনটি (১৯৫৮,১৯৬২,১৯৭০) বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে।

আরও পড়ুন -  Subhashree Ganguly: খোলামেলা পোশাকে ঝড় তুললেন শুভশ্রী, ফিল্মফেয়ারে

 ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই বড় ধরণের রেকর্ড করে বসেন। সেই বছর ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক হয়ে যান, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

ছবিঃ ইনস্টাগ্রাম থেকে পেলের ছবি নেওয়া হয়েছে।