ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পুজো মণ্ডপ গুলির হাতে তুলে দেওয়া হলো স্যানিটাইজার এবং মাস্ক।

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মহদীপুর C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পুজো মণ্ডপ গুলির হাতে তুলে দেওয়া হলো স্যানিটাইজার এবং মাস্ক। এদিন মহদীপুরের মহিলা ঘোষ পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি, মহদীপুর ১৯ বিঘা সার্বজনীন কমিটি, দাস পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি সহ মোট আটটি দুর্গোৎসব কমিটির হাতে এদিন ৫০০ পিস মাস্ক এবং ৫ লিটারের স্যানিটাইজারের জার তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ভূপতি মন্ডল, সহ সভাপতি উত্তম ঘোষ, মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। উল্লেখ্য এবছর করোনা আবহের জেরে বেশকিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই কথা মাথায় রেখেই মহদীপুর C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সীমান্তবর্তী দুর্গা পুজো কমিটি গুলির হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হল বলে জানান সংগঠনের সহ-সভাপতি উত্তম ঘোষ।

আরও পড়ুন -  তালা ভেঙে এক গৃহস্থবাড়িতে চুরি