Huma Qureshi: ট্রোল হলেন অভিনেত্রী, পোশাকের মাঝে ফাঁকা, নায়িকার স্টাইলিস নিয়ে প্রশ্ন তুলছেন মানুষ

Published By: Khabar India Online | Published On:

 হুমা কুরেশী, ‘ডবল এক্সেল’ ছবিতে নিজের অভিনয় নিয়ে বেশ অনেকদিন ধরেই চর্চায় ছিলেন মিডিয়াতে। এই মুহূর্তে ভাসান বালা পরিচালিত নেটফ্লিক্সের অন্যতম ছবি ‘মনিকা ও মাই ডার্লিং’এর সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Huma Qureshi (@iamhumaq)

সম্প্রতি ভাসান বলা পরিচালিত ছবিরই সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন। তারপর থেকেই মিডিয়ার পাতায় তুমুল চর্চিত হুমা। উল্লেখ্য, এই ছবিতে রাজকুমার রাও, রাধিকা আপতের মত তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন -  সেই দোলে প্রেমের নাচিতে আমার কবিতা

‘মনিকা ও মাই ডার্লিং’ ছবিটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। ইতিবাচক প্রশংসাও মিলেছে তাদের কাছ থেকে। সম্প্রতি সেই ছবিরই সাকসেস পার্টিতে লাল রঙের স্লিটেড রিভেলিং পোশাকে উপস্থিত ছিলেন অভিনেত্রী। কানে গোল্ডেন দুলের পাশাপাশি পায়ে ছিল লাল হাই হিলও। চুল বেশ টেনেই বেঁধেছিলেন হুমা। নুড মেকাপে এই পোশাকে তার বুক ও পেটের অনেকটা অংশই ছিল উন্মুক্ত।

আরও পড়ুন -  সালমান খান এবার সিনেমা জগৎ থেকে বিরতি নিতে পারেন, ভাইজানকে রূপালী পর্দায় আর দেখা যাবে না?

পোশাকে নিজের একাধিক ঝলক নিজেই শেয়ার করে নিয়েছেন হুমা কুরেশী। পাপারাজিৎদের ক্যামেরার সামনেও পোজ দিতে দেখা গিয়েছে তাকে। ছবি এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মাঝে রীতিমতো ভাইরাল।

 

View this post on Instagram

 

A post shared by Huma Qureshi (@iamhumaq)

কারোর মতে অভিনেত্রীর পোশাক ও চুলের স্টাইলিস্ট পাল্টানো উচিৎ। আবার নেটমহলের একাংশ অভিনেত্রীর সাথে উরফি জাভেদের তুলনা করেছেন। কেউ কেউ তো তাকে ওভার সাইজ উরফির তকমাও দিয়ে দিয়েছেন। তার পোশাক নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করতেও ছাড়েননি তারা।

আরও পড়ুন -  Mangal Dhillon: শোকের ছায়া বলিউডে, প্রয়াত অভিনেতা মঙ্গল ঢিলোঁ