Gold Silver Price Today: ডিসেম্বর মাসের প্রথম দিনে সোনার দাম কি কমেছে? জানুন রেট

Published By: Khabar India Online | Published On:

 ২০২২ শেষ হবার মুখে। ডিসেম্বর মাস আসা মানেই বাঙ্গালীদের বিয়ের সিজন। বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। এই বিয়ের মরশুমে সোনার গয়নার চাহিদা বাড়ে। বাঙালি পরিবারে বিয়ে মানেই অল্প হলেও সবাই সোনা কিনে থাকেন।  ডিসেম্বর মাসের প্রথম দিনে কেমন রেট চলছে সোনা ও রুপোর?

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম হেরফের হলো কলকাতায়, বাড়লো নাকি কমলো দাম

গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার ১ ডিসেম্বর কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৮,৫৫০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকালের তুলনায় দামের পরিবর্তন নেই। এইদিন ২৪ ক্যারাট সোনার দাম ৫২,৯৭০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকালের হিসাবে ২৪ ক্যারাট সোনার দামের বিশেষ হেরফের হয়নি। সোনা ছাড়া রুপোলি ধাতুর দাম সামান্য কমেছে। বৃহস্পতিবার ১ ডিসেম্বর কলকাতায় রূপার দাম ৬২,৩০০ টাকা প্রতি কেজি। গতকালের তুলনায় দাম ১০০ টাকা কমেছে। প্রতীকী ছবি।

আরও পড়ুন -  পাইলটদের বন্দির দাবি ইউক্রেনের, রুশ যুদ্ধবিমানের