35 C
Kolkata
Wednesday, May 15, 2024

প্রেস ক্লাবের উদ্বোধন

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ ষষ্ঠীর শুভ মুহূর্তে আসানসোলে প্রেসের সদস্যদের জন্যে প্রেস ক্লাবের উদ্বোধন ৷ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দূ মাজি, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন ও আসানসোল পুরনিগমের বোর্ড অফ এডমিনেস্ট্রেটিভ চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি ৷ এদিন প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে জিতেন্দ্র তিওয়ারি বলেন, গত ফেব্যুয়ারি মাসে দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের আবেদনে আসানসোলে প্রেস ক্লাব গড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ অনুসারে ১ লা বৈশাখে প্রেস ক্লাব উদ্বোধনের কথা থাকলেও করোনা সংক্রমণ কালে তা পিছিয়ে দেওয়া হয় ৷ তবে মহাষষ্ঠীর শুভ মুহূর্তে এই প্রেস ক্লাবের উদ্ধোধন করা হল ৷ পাশাপাশি সিপি ও জেলা শাসক প্রেস ক্লাবের সদস্যদের আগামী দিনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ৷

আরও পড়ুন -  কবিতা পাঠ, আলোচনা ও গুণীজন সংবর্ধনা

Latest News

সেই তাপপ্রবাহ কি আবার আসবে? বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায় আজকে

সেই তাপপ্রবাহ কি আবার আসবে? বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায় আজকে।  গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল, বছরের সেই...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img