Qatar World Cup-2022: ৮টি দল আজ মাঠে নামবে, নেদারল্যান্ডস-কাতারসহ

Published By: Khabar India Online | Published On:

কাতার বিশ্বকাপের আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিশ্বকাপে রয়েছে চারটি ম্যাচ। এই ম্যাচগুলোতে মাঠে নামবে ৮টি দল।
দলগুলো হলো, নেদারল্যান্ডস, কাতার, ইকুয়েডর, সেনেগাল, ওয়েলস, ইংল্যান্ড, ইরান এবং যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন -  FIFA: ফিফা, ২০২৬ বিশ্বকাপের শহরের নাম জানালো

 প্রথম ম্যাচে হট ফেবারিট নেদারল্যান্ডস প্রতিপক্ষ কাতার। ম্যাচটি শুরু হবে রাতে।

দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে সেনেগাল। ম্যাচটি শুরু হবে রাতে।

দিনের তৃতীর ম্যাচে ইরানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচটি শুরু হবে গভীর রাতে।

আরও পড়ুন -  Haryanvi Dance: রচনা তিওয়ারির নাচ ৪৪০ ভোল্ট, নীল স্যুট পরে সিল্কি-সিল্কি নাচলেন

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েলস। এটিই আজকের দিনের শেষ ম্যাচ।