Sabrina Safi Nisa: অভিনয় কমিয়েছি মেয়ের জন্য, মেয়েকে স্কুলে ভর্তি করেছি

Published By: Khabar India Online | Published On:

প্রায় ২৫ বছর আগে শিশুশিল্পী হিসেবে অভিনয় যাত্রা শুরু। কুড়িয়েছেন অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা।  সাবরিনা সাফি নিসা। যিনি মূলত একজন নৃত্যশিল্পী হলেও অভিনয়গুণে নাটকেই জনপ্রিয়তা পেয়েছেন বেশি। মাঝে অনেকদিন অভিনয় কিংবা নাচ থেকে দূরে ছিলেন, আবার ফিরেছেন পর্দায়। সিক্ত হয়েছেন দর্শকের ভালোবাসায়। আজ অভিনেত্রীর জন্মদিন। ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার আগে থেকেই বন্ধু, সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরেই তিনি হাজির হন শুটিংয়ে। জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন -  Friends: আর স্বামী - স্ত্রী নয়, বন্ধু হিসেবেই থাকবেন, বৈবাহিক জীবনে দাঁড়ি পড়ল

তিনি জানান, আজকে সকালে ইত্যাদির শুটিং ছিলো সেটি শেষ করে বাড়িতে চলে আসি। আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছিল।

সাবরিনা সাফি নিসা বলেন, অভিনয় এখন অনেকটাই কম করা হয়। ধারাবাহিকের কাজ ছিলো, সেটা শেষ করেছি। এরমধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন নাচের অনুষ্ঠান তো থাকেই, সেগুলোতে অংশগ্রহণ করি। বিশেষ করে এখন ইচ্ছে করেই নাটকের কাজ একটু কম করছি, এখন মেয়েকে স্কুলে ভর্তি করেছি। মেয়েকে সময় দিতে হয়।

আরও পড়ুন -  নতুন বছর এই শীতের আমেজে চড়ুইভাতি ডায়মন্ডহারবার

তিনি বলেন, আমার একমাত্র মেয়ে ইনসিয়া, এবছরই স্কুলে ভর্তি করেছি। অনেকেই হয়তো বা নিজের ছেলে কিংবা মেয়েকে অন্য কারও দায়িত্বে দিয়ে নিজের কাজটুকু সামলান, আমি সেটা চাই না। আমার মেয়ে একটু একটু করে বড় হচ্ছে, অনেক কিছু বুঝতে শিখছে, আমি চাই ওর সবকিছুতে আমার ছোঁয়া থাকুক। মায়ের সঙ্গে মেয়ের অনুভূতিগুলি কানায় কানায় পূর্ণ থাকুক। আমার মেয়েকে কোনভাবেই বঞ্চিত করতে চাই না। এখন আমি আমার সবটুকু সময় মেয়েকে দিতে চাই।

আরও পড়ুন -  বুবলী ছেলেকে সমুদ্র পরিচয় করালেন

জন্মদিনের সময়টা একান্তই নিজের পরিবারের সঙ্গে কাটাবেন বলে জানান নিসা। তিনি বলেন, সবার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পাচ্ছি। তাদের সবার কাছে কৃতজ্ঞতা। আজকের দিনটা আমি শুধু পরিবারের সঙ্গে কাটাতে চাই।

উল্লেখ্য, ১৯৯৭ সালে নাটকের মাধ্যমে নিসার মিডিয়াতে পথ চলা শুরু হয়। চ্যানেল আইতে প্রচারিত প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘সবুজ সাথী’ নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।

ছয় বছরের প্রেম শেষে ২০১২ সালের ডিসেম্বরে ভালোবেসে সাইদুল করিম বাপ্পীকে বিয়ে করেন নিসা।