আইরিন কারা অস্কারজয়ী, প্রয়াত

Published By: Khabar India Online | Published On:

অস্কারজয়ী গায়িকা-অভিনেত্রী আইরিন কারা মারা গেছেন। গায়িকার প্রচারক জুডিথ এ মুজ কারার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে আমেরিকান এই গায়িকা-অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৩ বছর।

জুডিথ এ মুজ এর কথা অনুযায়ী বিবিসি জানিয়েছে, ফ্লোরিডায় নিজ বাড়িতে মারা গেছেন। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানানো হয়নি। কারার প্রশংসা করে মুজ বলেন, কারা তার সংগীত এবং চলচ্চিত্রের মাধ্যমে চিরকাল মানুষের মাঝে বেঁচে থাকবেন।

আরও পড়ুন -  Pervez Musharraf: পারভেজ মুশারফ, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রয়াত

১৯৮০ সালের ‘ফেম’ চলচ্চিত্রে টাইটেল ট্র্যাকের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন আইরিন কারা।  ‘ফ্ল্যাশড্যান্স হোয়াট এ ফিলিং’সহ বেশ কিছু জনপ্রিয় গানের লেখক ও গায়িকা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।

আরও পড়ুন -  Akshara Singh: বিছানায় শুয়ে এমন অবস্থা, অন-ক্যামেরাই ঘটলো এই বিপত্তি, অভিনেত্রী লজ্জায় লাল

গায়িকা হিসেবে সাফল্য পাওয়ার পর ক্লিন্ট ইস্টউড এবং টাটুম ও‍ নিলের বিপরীতে চলচ্চিত্রে অভিনয়ও করেন আইরিন কারা। অভিনয়ের জন্য ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন -  মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক প্রণব গঙ্গোপাধ্যায় প্রয়াত

আইরিন কারা ১৯৫৯ সালে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন। বাবা পুয়ের্তো রিকান। তার মা একজন কিউবান-আমেরিকান। পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন কারা।

স্প্যানিশ ভাষার একটি টিভিতে কর্মজীবন শুরু করেন কারা। শৈশবে স্প্যানিশ ও ইংরেজি উভয় ভাষায় সংগীত রেকর্ড করেন।

ছবিঃ সংগৃহীত।