সুইজারল্যান্ড জয় পেলো

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ   সুইজারল্যান্ড জয় পেলো।

বিশ্বকাপ ফুটবলের পঞ্চম দিনে বৃহস্পতিবার সুইজারল্যান্ড কোনও ক্রমে জয় পেলো ক্যামেরুনের বিপক্ষে। খেলার প্রথম মিনিট থেকে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে মেতে ওঠে। সুযোগ পেলেও গোল আসেনি কোনও দলের।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: ইকুয়েডরের শুরু, কাতারকে হারিয়ে বিশ্বকাপ

দ্বিতীয় পর্বে শুরু থেকে সুইজারল্যান্ডের ফুটবলাররা ঝড়ো আক্রমণ গড়ে তোলেন। ৪৭ মিনিটে সুইজারল্যান্ডের ব্রুলো গোল করে দলকে এগিয়ে দেন। পিছিয়ে থাকা ক্যামেরুন গোল পরিশোধ করবার জন্যে আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়। তবে এদিন ক্যামেরুন বেশ ভালো ফুটবল খেলা উপহার দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিতে পারে নি।

আরও পড়ুন -  Horoscope: আজ ১৫ই আগস্ট, রাশিফল কি বলছে ?

সৌজন্যে।