Pia Jannatul: পিয়া জান্নাতুল, নতুন এক জগৎকে চিনছি

Published By: Khabar India Online | Published On:

 দৌলতদিয়ায় চলছে ‘রং-বাজার’ সিনেমার শুটিং। অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।

ছবিটি পরিচালনা করছেন নির্মাতা রাশিদ পলাশ। জানা গেছে, এটি একটি কনটেন্ট ভিত্তিক সিনেমা। দৌলতদিয়া যৌনপল্লিতে আরও কিছুদিন চলবে শুটিং।

আরও পড়ুন -  Parimani: কাঁদবেন না, হাসুন, আলোচিত নায়িকা পরীমনি

পিয়া জান্নাতুল বলেন, এই ছবিতে কাজ করতে এসে নতুন এক জগৎকে চিনছি। বিশেষ করে শুটিংয়ের প্রয়োজনে দৌলতদিয়া যৌনপল্লিতে এই প্রথম আসা। বলতে গেলে এখানে কাজের অভিজ্ঞতা একেবারেই আলাদা। এখানকার মানুষদের খুব কাছ থেকে দেখছি, এই অনুভূতি ভাষায় প্রকাশের নয়। বাইরে অনেক কিছু শোনা যায়। কিন্তু বাস্তবে আবার অনেক কিছুই মিলে না এখানে।’

আরও পড়ুন -  Actress Mahiya Mahi: মাহিয়া মাহি ব্যবসা শুরু করছেন, কি ব্যবসা?

উল্লেখ্য, ‘রং-বাজার’ ছবির গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে নিষিদ্ধপল্লি নিয়ে। ছবিতে পিয়া জান্নাতুল ছাড়া আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, তানজিকা এবং লুৎফুর রহমান জর্জসহ আরও অনেকে। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Aparna Ghosh: অভিনেত্রী অপর্ণা ঘোষ, খেলায় ব্যস্ত